ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ডেঙ্গু-চিকুনগুনিয়া মোকাবিলায় সমন্বিত উদ্যোগ ডিএনসিসির

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৩:২৩ পিএম, ১২ এপ্রিল ২০২০

আসন্ন বর্ষা মৌসুমে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব মোকাবিলায় সমন্বিত মশক নিধন কর্মসূচি হাতে নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। সিটি করপোরেশন এলাকায় সমন্বিত কর্মসূচির আওতায় সচেতনতামূলক কর্মসূচি, জনসম্পৃক্ততা বৃদ্ধি, মশকের প্রজনন স্থল ধ্বংস এবং বিশেষ পরিছন্নতা কর্মসূচি পরিচালিত হবে।

এসব বিষয়ে যথাযথ মনিটরিং করতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের কর্মকর্তাদের ওয়ার্ড ভিত্তিক দায়িত্ব বণ্টন করে দেয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের সচিব রবীন্দ্র শ্রী বড়ুয়া।

তিনি জানান, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা সকালে লার্ভিসাইড এবং সন্ধ্যায় অ্যাডাল্টি সাইডিং যথাযথভাবে ছিটানো হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করবেন। মশক নিধন কর্মী, সুপারভাইজার এবং ওয়ার্ড সচিবদের দায়িত্ব পালন সম্পর্কে সুনির্দিষ্ট মতামত এবং সুপারিশ প্রতিবেদন আকারে দাখিল করবেন। যে কারণে সব কর্মকর্তাদের ওয়ার্ড ভিত্তিক দায়িত্ব প্রদান করা হয়েছে।

এএস/এমএফ/জেআইএম