ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

বিএসইসি ভবনের আগুন নিয়ন্ত্রণে

প্রকাশিত: ১০:০৫ এএম, ৩১ অক্টোবর ২০১৪

রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত ইস্পাত ও প্রকৌশল করপোরেশন (বিএসইসি) ভবনের ১১ তলার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার আলী আহমেদ খান দুপুর পৌনে ২টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার বেলা পৌনে ১২টার দিকে বিএসইসি ভবনের ১১ তলায় আমার দেশ পত্রিকার স্টোররুম থেকে আগুনের সূত্রপাত হয়।

 

আলী আহমেদ খান জানান, দমকল বাহিনীর ২০টি ইউনিটের ১০০ ফায়ার ফাইটার সকাল পৌনে ১২টা থেকে দুপুর পৌনে ২টা পর্যন্ত চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এখনও পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি।

 

তিনি আরও জানান, ভবনে যারা ছিলেন, সবাই নিচে নেমে এসেছেন। ভেতরে কেউ আটকা নেই। তবে সিঁড়িঘরে কিছু লোক থাকতে পারে।

 

ভবনটিতে বেসরকারি টিভি চ্যানেল এনটিভি, আরটিভিসহ কয়েকটি গণমাধ্যম ও বেসরকারি প্রতিষ্ঠানের কার্যালয় রয়েছে। বেসরকারি টিভি চ্যানেল আরটিভির বার্তা সম্পাদক আনোয়ার হক জানান, অগ্নিকাণ্ডের কারণে এনটিভি ও আরটিভির সম্প্রচার আপাতত বন্ধ রয়েছে।

 

উল্লেখ্য, এর আগে ২০০৭ সালের ২৬ ফেব্রুয়ারি ওই ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই ঘটনায় এনটিভি, আরটিভিসহ ১০টি প্রতিষ্ঠানের কার্যালয় পুড়ে যায়।