ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

পোড়া রোগীদের স্থানান্তর, ঢামেকের বার্নে থাকবে করোনা রোগী

ঢামেক প্রতিবেদক | প্রকাশিত: ০৯:৩০ পিএম, ১০ এপ্রিল ২০২০

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিট করোনা আক্রান্ত রোগীদের জন্য প্রস্তুত করা হচ্ছে। শনিবার থেকে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের সব রোগী নবনির্মিত শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হবে। এই ইউনিটে শুধু করোনা আক্রান্ত রোগী রাখা হবে।

ঢামেকের বার্ন ইউনিট ও শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে করোনাভাইরাসের কারণে বর্তমান পরিস্থিতিতে রোগীদের সেবা দেয়ার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট জরুরি ভিত্তিতে খালি করার নির্দেশ দেয় স্বাস্থ্য মন্ত্রণালয়।

শুক্রবার রাতে সামন্ত লাল জানান, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আমাদের কাছে এ আদেশ এসেছে। এজন্য আমরা শনিবার সকাল থেকে সব রোগীকে নতুন বার্ন ইনস্টিটিউটে স্থানান্তর করা শুরু করব। সরকারি অ্যাম্বুলেন্সে তাদের সেখানে নেয়া হবে। প্রথমে জরুরি রোগীদের স্থানান্তর করব, পরে বাকি রোগীদেরও সেখানে নেয়া হবে।

তিনি জানান, বার্ন ইউনিটে এখন ২৫০ জনের মতো রোগী রয়েছে। এদের সবাইকেই স্থানান্তর করা হবে। এজন্য শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট প্রস্তুত করা হয়েছে। ইনস্টিটিইটের ডাক্তার, নার্স, স্টাফ সবাইকেই প্রস্তুত রাখা হয়েছে। স্থানান্তর করা এই রোগীদের সেখানে চিকিৎসার কোনো সমস্যা হবে না।

এমএফ/জেআইএম