চট্টগ্রামে আরও দুই করোনা রোগী শনাক্ত
চট্টগ্রামের ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি)-এ নতুন নমুনা পরীক্ষায় আরও দুইজনকে করোনা পজেটিভ পাওয়া গেছে।
শুক্রবার (১০ এপ্রিল) রাত ৯টার দিকে জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির।
তিনি জাগো নিউজক বলেন, ‘নতুন যে দুইজন করোনায় আক্রান্ত হয়েছেন তাদের বাড়ি নগরের ফিরিঙ্গিবাজার ও আকবর শাহ থানার ইস্পাহানী গেট গোলপাহাড় এলাকায়। এরমধ্যে ফিরিঙ্গিবাজার এলাকায় করোনা আক্রান্ত একজন ৩৫ বছর বয়সী যুবক। এছাড়া ইস্পাহানী গেট গোলপাহাড় এলাকায় করোনায় আক্রান্ত হয়েছেন ৫০ বছর বয়সী বৃদ্ধ।
তিনি আরও বলেন, নতুন যে দুইজন করোনায় আক্রান্ত হয়েছেন তাদের বাড়ি নগরের কোতোয়ালী থানার ফিরিঙ্গিবাজার এলাকার দশতলা বিল্ডিং এলাকার একটি ১১তলা ভবন ও আকবর শাহ থানায় ইস্পাহানী গেট গোলপাহাড় এলাকার একটি বাড়ি লকডাউন করেছে জেলা প্রশাসন ও স্থানীয় থানা পুলিশ।
আকবরশাহ থানার পরিদর্শক (তদন্ত) বিকাশ সরকার জানান, আকবরশাহ থানার গোলপাহাড় এলাকায় করোনা আক্রান্ত রোগী একজন তরকারি বিক্রেতা। গত চারদিন আগে তিনি অসুস্থ হয়ে পড়লে গতকাল তার নমুনা পরীক্ষা করে আজ করোনা ভাইরাস পজিটিভ পাওয়া যায়।
এর আগে পাঁচজন করোনা আক্রন্তের ঘটনায় চট্টগ্রামের ১৭টি বাড়ি ও একটি ব্যাংক লকডাউন করা হয়েছিল। আজ নতুন করে একটি ১১তলা ভবন ও একটি বাড়ি লকডাউন করা হয়েছে। এছাড়া বিভিন্ন হোম কোয়ারেন্টাইনে আছেন ২৫ জনের বেশি মানুষ।
প্রসঙ্গত, চট্টগ্রামে এ নিয়ে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা সাতজন। এছাড়া সারাদেশে চট্টগ্রামের ১১ ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন।
আবু আজাদ/এসএইচএস/এএইচ/পিআর