শেরেবাংলা নগরের লকডাউন বস্তিতে কাউন্সিলরের ত্রাণ বিতরণ
সৈয়দ আমানত আলী
করোনাভাইরাসের কারণে লকডাউন হওয়া রাজধানীর শেরেবাংলা নগরের মোতাহারের বস্তিতে ত্রাণ বিতরণ করেছেন ২৮ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. ফোরকান হোসেন।
শুক্রবার (১০ এপ্রিল) সকাল থেকে বিকাল পর্যন্ত ৩১০ পরিবারকে ত্রাণ সামগ্রী দেয়া হয়। ত্রাণের প্যাকেটে ছিল- ১০ কেজি চাল, ১ লিটার তেল, ডাল ২ কেজি, আলু ২ কেজি, লবণ ১ কেজি, সাবান ১টা ও বিস্কুট ১ প্যাকেট।
গত বুধবার (৮ এপ্রিল) মোতাহারের বস্তিতে করোনা রোগী শনাক্ত হলে প্রশাসন পুরা বস্তি লকডাউন করে দেয়। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এখানে কেউ প্রবেশ ও বাইর হতে পারবেন না।
ত্রাণ পাওয়া রফিক নামের বস্তির এক বাসিন্দা জাগো নিউজকে বলেন, ‘আজকে কাউন্সিলর ফোরকান হোসেন ভাই আমাদের লকডাউন বস্তির ৩১০ পরিবারকে খাদ্য সামগ্রী দিয়েছেন।’
এ বিষয়ে জানতে চাইলে শেরেবাংলা নগর থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. আসাদুজ্জামান আসাদ জাগো নিউজকে বলেন, ‘আমরা আজকে মোতাহারের লকডাউন বস্তিতে ৩১০ পরিবারকে ২৮ নং ওয়ার্ড কাউন্সিলর মো. ফোরকান হোসেন ভাইয়ের নির্দেশে ও থানা পুলিশের সহায়তায় খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছি। ফোরকান হোসেন ভাই আমাদের নির্দেশনা দিয়েছেন তাদের সব সময় খবর রাখার জন্য।’
শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জানে আলম মুনশী জাগো নিউজকে জানান, আজকে লকডাউন মোতাহারের বস্তিতে খাদ্য সামগ্রী দেয়া হয়। তাদের পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত লকডাউনে থাকতে হবে। কেউ প্রবেশ ও বের হতে পারবেন না।
২৮ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. ফোরকান হোসেন বলেন, ‘আমরা লকডাউন হওয়া বস্তিতে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছি। আমরা তাদের সবসময় খবর রাখছি। যতদূর সম্ভব ওসি সাহেব ও আমরা সবাই মিলে চেষ্টা করছি তাদের প্রয়োজনীয় সব কিছু দেয়ার জন্য।’ বিত্তবানদেরকেও সহায়তার আহ্বান জানান এই কাউন্সিলর।
এফআর/জেআইএম
সর্বশেষ - জাতীয়
- ১ প্রশাসন ছাড়া অন্য ক্যাডারে বঞ্চিত কর্মকর্তাদের আবেদনের পরামর্শ
- ২ অন্তর্বর্তী সরকারের ওপর আস্থা কমেছে ৮ শতাংশ মানুষের
- ৩ দেড় শতাধিক যাত্রী নিয়ে মাঝ সমুদ্রে বিকল সার্ভিস বোট, পরে উদ্ধার
- ৪ শিক্ষার্থীরা রাজনৈতিক দল করলে ভোট দেবেন ৪০ শতাংশ মানুষ
- ৫ আমরা আর কোনো রাজনৈতিক দলের হাতিয়ার হতে চাই না: ডিবিপ্রধান