সংসদ মেডিকেল সেন্টারে ৫০টি পিপিই দিলেন চিফ হুইপ
সংসদ মেডিকেল সেন্টারের ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের করোনা সুরক্ষাসামগ্রী দিয়েছেন চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন। তার ব্যক্তিগত তহবিল থেকে শুক্রবার এ সুরক্ষাসামগ্রী বিতরণ করা হয়।
চিফ হুইপের পক্ষে সংসদের মেডিকেল সেন্টারে ডাক্তারদের হাতে এই সুরক্ষাসামগ্রী তুলে দেন চিফ হুইপের একান্ত সচিব আব্দুল কাদের জিলানী।
জিলানী জানান, ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের ৫০টি পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই), মাস্ক, হ্যান্ড-গ্লাভস, হ্যান্ড স্যানিটাইজার ইত্যাদি সুরক্ষা সরঞ্জামাদি দেয়া হয়েছে।
এক বার্তায় চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেন, করোনা প্রতিরোধে ডাক্তার ও নার্সরা যথেষ্ট আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছেন। তাদের স্বাস্থ্যসুরক্ষার জন্য পিপিইসহ অন্যান্য সুরক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে।
ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের প্রতি চিফ হুইপ অনুরোধ জানিয়ে বলেন, কোনো রোগী যেন চিকিৎসা অবহেলায় মারা না যায়। আপনারা ভয় পাবেন না।
প্রতিটি রোগীকে নিজের পরিবারের সদস্য মনে করে সেবা দেয়ার অনুরোধ জানান তিনি।
নূর-ই-আলম চৌধুরী দেশবাসীর উদ্দেশ্যে বলেন, করোনা প্রতিরোধে আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন হতে হবে। প্রধানমন্ত্রীর ৩১ দফা নির্দেশনা মেনে চলুন এবং ঘরে অবস্থান করুন। নিজে বাঁচুন, অপরকে বাঁচান।
এইচএস/জেডএ/পিআর
সর্বশেষ - জাতীয়
- ১ গণঅভ্যুত্থানে আহতদের মানসিক স্বাস্থ্যসেবার আওতায় আনা হবে
- ২ আজম-পলক পরিবারের ১৩৬ ব্যাংক হিসাব, হাজার কোটির অস্বাভাবিক লেনদেন
- ৩ প্রশাসন ছাড়া অন্য ক্যাডারে বঞ্চিত কর্মকর্তাদের আবেদনের পরামর্শ
- ৪ অন্তর্বর্তী সরকারের ওপর আস্থা কমেছে ৮ শতাংশ মানুষের
- ৫ দেড় শতাধিক যাত্রী নিয়ে মাঝ সমুদ্রে বিকল সার্ভিস বোট, পরে উদ্ধার