ছুটি বাড়তে পারে আরও ১১ দিন
ক্রম অবনতিশীল করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির মধ্যে সাধারণ ছুটি দীর্ঘ হতে পারে। চলমান ছুটি আরও ১১ দিন বাড়িয়ে ২৫ এপ্রিল করা হতে পারে।
২৫ এপ্রিল পর্যন্ত ছুটি বাড়িয়ে কাল বা পরশুর মধ্যে প্রজ্ঞাপন জারি হতে পারে বলে জনপ্রশাসন ও মন্ত্রিপরিষদ বিভাগের দায়িত্বশীলরা জানিয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে শুক্রবার দুপুরে জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন জাগো নিউজকে বলেন, ‘ছুটি বাড়িয়ে কোনো প্রজ্ঞাপন এখনও জারি করা হয়নি।’
অপরদিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের একজন কর্মকর্তা জানান, করোনা পরিস্থিতি ক্রমেই অবনতির দিতে যাচ্ছে। মানুষকে ঘরের মধ্যে রাখতে ছুটি অবশ্যই বাড়াতে হবে। এজন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে এ বিষয়ে প্রস্তাবও দেয়া হয়েছে।
করোনার কারণে সরকার প্রথম দফায় ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করে। পরে দুই দফায় ছুটি বাড়িয়ে ১৪ এপ্রিল পর্যন্ত করা হয়।
সর্বশেষ গতকাল বৃহস্পতিবার (৯ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে জানানো হয়, বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১১২ জন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩০ জনে। আক্রান্ত রোগীদের মধ্যে আরও একজনের মৃত্যু হয়েছে। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ জনে।
আরএমএম/এসআর/এমকেএইচ