নিজের গ্রামকে সুরক্ষিত রাখার দায়িত্বে একদল তরুণ
দেশে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা বাড়ছে। এ পরিস্থিতিতে সংক্রমণ ঠেকাতে বাড়ি বাড়ি গিয়ে সবাইকে সচেতন করছেন মাগুরার শালিখা উপজেলার গংগারামপুর গ্রামের নবগংগা সংগঠনের সদস্যরা।
করোনা সম্পর্কে গ্রামের মানুষকে সচেতন করতে ২ সপ্তাহ আগে থেকেই এই উদ্যোগ নেন তারা। নবগংগা সংগঠনের সদস্যরা মানুষকে নিরাপদ রাখার জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছেন।
জানা গেছে, প্রথম পর্যায়ে তারা গ্রামের প্রতিটা বাড়িতে গিয়ে করোনা সম্পর্কিত লিফলেট বিতরণের পাশাপাশি সাবানও বিতরণ করেন। পরবর্তীতে নিজ উদ্যোগে ও খরচে মাস্ক বিতরণ করেন। হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে প্রবাস ও ঢাকা থেকে আগত ব্যক্তিদের সচেতনসহ লাল পতাকা টাঙানোর ব্যবস্থা করেন তারা। সামাজিক দূরত্ব নিশ্চিতে দিন রাত পরিশ্রম করছেন এই স্বেচ্ছাসেবকরা।
এছাড়া বাইরে থেকে আগত যানবাহনগুলোতে শহর থেকে কোনো মানুষ আসলে তাদের বিষয়ে প্রশাসকে অবহিত করছেন। নির্দিষ্ট সময় বাজারের দোকান বন্ধ হচ্ছে কি-না সে বিষয়ে সবসময় সজাগ দৃষ্টি রাখছেন তারা।
স্বেচ্ছাসেবক দলের প্রধান তরফদার মাকসুদার রহমান ডলার জানান, জনগণকে বোঝানোর জন্য তারা দিনরাত অক্লান্ত পরিশ্রম করছেন। এরপরও অনেকেই আমাদের কথা শুনছেন না। তখন আমরা প্রশাসনের সহায়তা গ্রহণ করছি। গংগারামপুর গ্রামকে নিরাপদ রাখার জন্য আমরা সর্বচ্চ চেষ্টা করছি। সেই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পোস্টের মাধ্যমে দেশের মানুষকে সচেতনও করছি। শুধু আমাদের গ্রামেই নয়, সব গ্রামেই এমন স্বেচ্ছাসেবক থাকলে প্রশাসনও তাদের মাধ্যমে সহযোগিতা পাবে।
এইচএস/এমএসএইচ/এমএস