প্রাইভেট মাদরাসার বাড়িভাড়া মওকুফের দাবি
করোনা পরিস্থিতির কারণে বন্ধ থাকা দেশের হাজারও প্রাইভেট মাদরাসার বাড়িভাড়া মওকুফে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন প্রাইভেট মাদরাসা শিক্ষা বোর্ড।
বুধবার (৮ এপ্রিল) প্রাইভেট মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান নেছার আহমাদ আন নাছিরী গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানান।
বিবৃতিতে তিনি বলেন, দেশের প্রাইভেট হেফজ মাদরাসাগুলো ছাত্রদের বেতনের মাধ্যমে পরিচালিত হয়। বর্তমান সময়ে মাদরাসা বন্ধ থাকায় অর্থ আয়ের পথ বন্ধ রয়েছে।
প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে তিনি আরও বলেন, তাই আপনি (প্রধানমন্ত্রী) বাড়ির মালিকদেরকে ভাড়া মওকুফে নির্দেশ দিন। পাশাপাশি বাড়ির মালিকদের যাবতীয় বিল মওকুফ করুন।
তিনি আরও বলেন, আমরা জানি আপনার একটি ঘোষণাই পারে ভাড়ায় চালিত দেশের হাজারও ছোট ছোট হাফেজি মাদরাসা সুন্দরভাবে টিকে থাকতে। দীর্ঘদিন মাদরাসা বন্ধ থাকায় অধিকাংশ মাদরাসার প্রধানরা ভাড়া দিতে অক্ষম। মাদরাসা কর্তৃপক্ষ স্টাফ এবং শিক্ষকদের বেতন-ভাতা দিতে হিমশিম খাচ্ছে। শিক্ষকদের বেতন না দিলে তারাও চলতে পারবে না। তাই ভাড়া মওকুফ হলে শিক্ষকদের দাবি পূরণ হয় সঙ্গে সঙ্গে মাদরাসার সমস্যাও সমাধান হয়।
বাড়ির মালিকদের উদ্দেশ্যে তিনি বলেন, করোনা ভাইরাসের এ ভয়াবহতায় বাড়ির মালিকরা সহায়তার হাত প্রসারিত করবেন। এই দুর্যোগ মুহূর্তে একে অপরের পাশে দাঁড়ানো ছাড়া উত্তরণ কঠিন।
কেএইচ/এএইচ/এমকেএইচ