ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

বিমানবন্দর থেকে অবৈধ ডলার ব্যবসায়ী আটক

প্রকাশিত: ০১:২৬ পিএম, ১৩ অক্টোবর ২০১৫

হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে অবৈধ ডলার ব্যবসায়ী আবদুল কুদ্দুসকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
 
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টায় তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে সাড়ে ৫ লাখ টাকা সমপরিমাণের বৈদেশিক মুদ্রা জব্দ করা হয়েছে। কুদ্দুস অবৈধভাবে বিমানবন্দরে ডলার বিক্রি করতেন।

এপিবিএনের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) আলমগীর হোসেন শিমুল জাগো নিউজকে বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিমানবন্দর এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। তার কাছ থেকে সৌদি রিয়াল, মার্কিন ডলার, দিরহাম পাওয়া গেছে। সেগুলো গণনা চলছে। আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান তিনি।

এআর/এসকেডি/আরআইপি