ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

দুয়ারে দুয়ারে ঘুরে কেন একজন রোগী মারা যাবে?

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০১:৫০ পিএম, ০৭ এপ্রিল ২০২০

করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে রোগীদের চিকিৎসা দিতে অস্বীকৃতি জানানো ডাক্তারদের প্রতি ক্ষোভ প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রোগী কেন ফেরত যাবে? একজন রোগী দুয়ারে দুয়ারে ঘুরে সেই রোগী কেন মারা যাবে?

মঙ্গলবার (৭ এপ্রিল) গণভবন থেকে এক ভিডিও কনফারেন্স অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে করণীয় নিয়ে চট্টগ্রাম ও সিলেট বিভাগের জেলাসমূহের সঙ্গে ভিডিও কনফারেন্সে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী।

সরকারপ্রধান বলেন, শর্ত দিয়ে কাউকে (চিকিৎসক ও নার্স) আমি কাজে আনবো না। যাদের মধ্যে মানবিকবোধটুকু নেই তাদের জন্য প্রণোদনা দিয়ে আনার কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না। যদি বাংলাদেশে সেরকম দুর্দিন আসে প্রয়োজনে বাইরে থেকে আমরা ডাক্তার নিয়ে আসব। বাইরে থেকে নার্স নিয়ে আসব। এ ধরনের দুর্বল মানসিকতা দিয়ে আমাদের কাজ হবে না।

ডাক্তারদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘তারা মিটিং করুক আর শর্ত দিক, ওই শর্তে আমার কিছু যায় আসে না। বরং ভবিষ্যতে তারা ডাক্তারি করতে পারবে কি-না সেটাই চিন্তা করতে হবে। ডাক্তার আমাদের প্রয়োজন আছে এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এই মানসিকতা থাকবে কেন? মানবিকবোধ হারাবে কেন? একজন রোগী এলে চিকিৎসা করতে হবে, তার জন্য নিজেকে সুরক্ষিত করা যায়। রোগী কেন ফেরত যাবে? একজন রোগী নিয়ে দুয়ারে দুয়ারে ঘুরে সেই রোগী কেন মারা যাবে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র চিকিৎসা না পেয়ে কেন মারা যাবে?’

এইচএস/এইচএ/এমকেএইচ