ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ডিসেম্বর পর্যন্ত বন্দরে গাড়ি নিলাম কার্যক্রম বন্ধ চায় বারভিডা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৬:৫৪ পিএম, ০৬ এপ্রিল ২০২০

রিকন্ডিশন্ড গাড়ি আমদানিকারকদের জন্য আগামী ডিসেম্বর পর্যন্ত বন্দার ভাড়া মওকুফ এবং স্বল্পতম সুদে ব্যাংক ঋণ চায় বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলারস অ্যাসোসিয়েশন (বারভিডা)। পাশাপাশি কাস্টমস কর্তৃক বন্দরে গাড়ি নিলাম কার্যক্রম আগামী ডিসেম্বর মাস পর্যন্ত বন্ধ রাখার দাবি জানিয়েছে সংগঠনটি।

সোমবার অ্যাসোসিয়েশনে সভাপতি আবদুল হক স্বাক্ষরিত এক বিবৃতে এ দাবি জানানো হয়েছে।

বিবৃতে বলা হয়, করোনা সৃষ্ট বর্তমান মহামারিতে দেশের অর্থনীতির উপর বিরূপ প্রভাব উত্তরণে সরকারের নেয়া অর্থনৈতিক কর্মপরিকল্পনাকে অত্যন্ত সময়োপযোগী ও উদ্ভাবনীমূলক বলে একে স্বাগত জানাচ্ছে বারভিডা। দেশের সকল জনগণ ও ব্যবসায়ী সম্প্রদায়ের সার্বিক কল্যাণে ৭২ হাজার ৭৫০ কোটি টাকার আর্থিক সহায়তা প্যাকেজ ঘোষণা করায় বারভিডা প্রধানমন্ত্রী এবং বর্তমান সরকারকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছে।

বারভিডা ব্যবসায়ীদের সহায়তায় এসব মানবিক পদক্ষেপ গ্রহণ করায় অর্থমন্ত্রী এবং বাংলাদেশ ব্যাংকের গর্ভনরকেও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছে।

দরিদ্র জনগণের জন্য বিনামূল্যে খাদ্য সামগ্রী বিতরণ ও স্বল্পমল্য চাল প্রদানের মানবিক উদ্যেগ অত্যন্ত প্রশংসনীয় বলে বারভিডা মনে করে। পাশাপাশি বারভিডা সদস্যরা যেহেতু মোংলা ও চট্টগ্রাম বন্দরের মাধ্যমে বিদেশ থেকে গাড়ি আমদানি করে থাকে তাই বন্দরের ভাড়া আগামী ডিসেম্বর মাস পর্যন্ত মওকুফ করার জন্য বারভিডা সরকারকে অনুরোধ জানাচ্ছে।

রফতানিমুখী শিল্পের পাশাপাশি সকল আমদানিকারক এবং ক্ষুদ্র, মাঝারি সকল ব্যবসায়ীর জন্য স্বল্পসুদে ঋণ প্রাপ্তি নিশ্চিত করার জন্য ও বারভিডা সরকারকে আহ্বান জানাচ্ছে। একইসঙ্গে রিকন্ডিশন্ড গাড়ি আমদানি খাতে বিভিন্ন ব্যাংক থেকে ইতোমধ্যে নেয়া ঋণের সুদহার হ্রাস করার জন্যও বারভিডা সরকারকে অনুরোধ জানাচ্ছে। বর্তমান স্থবির পরিস্থিতিতে বারভিডা কাস্টমস কর্তৃক বন্দরে গাড়ি নিলাম কার্যক্রম আগামী ডিসেম্বর মাস পর্যন্ত বন্ধ রাখার দাবি জানাচ্ছে।

প্রধানমন্ত্রীর নেতৃত্বে বর্তমান ব্যবসা-বান্ধব ও জনবান্ধব সরকার দেশের ব্যবসায়ীদের আহ্বানে সবসময়ই
আন্তরিকভাবে সাড়া দেয় এবং ব্যবসায়ীদের কলাণ্যে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে থাকে। করোনাজনিত এই বৈশ্বিক সংকট দেশের শিল্প-বাণিজ্য রক্ষায় সরকার আমাদের সহযোগিতায় সঠিক পদক্ষেপ গ্রহণ করবে বলে আমরা আন্তরিকভাবে
আশাবাদী।

এমইউএইচ/এসএইচএস/জেআইএম