কৃষি ক্যাডারদের বৈশাখী ভাতা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে
বিসিএস (কৃষি) অ্যাসোসিয়েশনের সব ক্যাডাররা এবার বৈশাখী ভাতা নেবেন না। করোনা ভাইরাস দুর্যোগের কারণে অ্যাসোসিয়েশনের সদস্যরা এ বছরের বৈশাখী ভাতা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।
অ্যাসোসিয়েশনের সভাপতি কৃষিবিদ মো. মোয়াজ্জেম হোসেন ও সাধারণ সম্পাদক কৃষিবিদ ড. আফজাল হোসেন স্বাক্ষরিত সোমবার (৬ এপ্রিল) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা ভাইরাসের মহাদুর্যোগের প্রেক্ষিতে বিসিএস (কৃষি) অ্যাসোসিয়েশনের জরুরি করণীয় নির্ধারণে ভিডিও কনফারেন্স গত ০২ এপ্রিল অনুষ্ঠিত হয়। প্রাণঘাতী করোনায় কারণে সৃষ্ট পরিস্থিতি মোকাবিলায় বিসিএস (কৃষি) অ্যাসোসিয়েশনের সব ক্যাডার এ বছরের বৈশাখী ভাতা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে প্রদানের সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
এফএইচএস/এএইচ/এমএস