দুই পয়েন্টে খালাস চাইবেন মুজাহিদ
একাত্তরে মানবতাবিরোধী অপরাধে দায়ে মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ বুধবার সকালে আইনজীবীদের মাধ্যমে আদালতে রিভিউ পিটিশন দাখিল করবেন। মৃত্যুদণ্ডের রায়ের কপির দুটি পয়েন্ট ধরে রিভিউ আবেদনের মাধ্যমে আদালত থেকে বেকসুর খালাস চাইবেন বলে জানিয়েছেন তার আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির।
মঙ্গলবার বিকেলে ঢাকা কেন্দ্রীয় কারাগারে মুজাহিদের সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের তিনি একথা বলেন।
মুজাহিদের রায়ে ১৯৭১ সালে তাকে আলবদর বাহিনীর কমান্ডার থাকার কথা উল্লেখ করা হয়েছে। শিশির মনির বলেন, ‘আলবদর, আল-শামস, রাজাকার কিংবা পিস কমিটির নামের তালিকায় মুজাহিদের নাম নেই। তদন্ত কর্মকর্তা তাকে আলবদর বাহিনীর প্রধান উল্লেখ করায় তিনি অবাক হয়েছেন। এই পয়েন্টে রিভিউ করা হবে।’
১৯৭১ সালে মুজাহিদ ২৩ বছরের একজন ছাত্র ছিলেন। সে সময় কিভাবে তিনি একটি সামরিক কিংবা আধা সামরিক বাহিনীর প্রধানের দায়িত্ব পালন করেন? এই পয়েন্টটিও রিভিউ আবেদনে উল্লেখ করা হবে বলে জানান শিশির মনির।
তবে এর সঙ্গেও আরো কয়েকটি পয়েন্ট যোগ করা হতে পারে বলে জানান শিশির মনির। রিভিউ আবেদনের মাধ্যমে আদালতের কাছ থেকে ন্যায় বিচার ও বেকসুর খালাস পাবেন বলেও আশা প্রকাশ করেছেন শিশির মনির।
এআর/এসকেডি/আরআইপি