সামাজিক দূরত্ব বজায় রেখে সংবাদ সম্মেলন করছেন প্রধানমন্ত্রী
করোনা ভাইরাসের সংক্রমণ রোধের অংশ হিসেবে সামাজিক দূরত্ব বজায় রেখে সংবাদ সম্মেলন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার (৫ এপ্রিল) গণভবনে আয়োজিত এ সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর আশপাশে অর্থমন্ত্রী, অর্থসচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নরসহ যারা বসেছিলেন তারা একে অন্য থেকে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে বসেন। সবার মুখে ছিল মাস্ক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখে মাস্ক থাকলেও বক্তব্য দেয়ার কারণে মাস্ক নামিয়ে কথা বলেন।
প্রচলিত অর্থে সংবাদ সম্মেলন মানে উপস্থিত সাংবাদিকদের কাছ থেকে প্রশ্ন নেয়া ও উত্তর দেয়ার রীতি থাকলেও গণমাধ্যম কর্মীরা যেন সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকিতে না পড়েন সেজন্য সংবাদ সম্মেলনে কোনো গণমাধ্যম কর্মীকে ডাকা হয়নি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবাদ সম্মেলনের শুরুতে করোনা ভাইরাসের কারণে গণমাধ্যমকর্মী ছাড়া ব্যতিক্রমধর্মী সংবাদ সম্মেলন করা হচ্ছে বলে জানিয়ে দেন।
এমইউ/এএইচ/পিআর