বিমানের চার পাইলট ১৪ কেবিন ক্রু কোয়ারেন্টাইনে
করোনাভাইরাস সংক্রমণের আশঙ্কায় জাপানের ৩২৭ নাগরিককে পৌঁছে দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট। তাদের টোকিওতে রেখে দেশে ফিরেই বিমান ফ্লাইটের সংশ্লিষ্টদের হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্বরত স্বাস্থ্য অধিদফতরের কর্মকর্তা শুক্রবার (৩ এপ্রিল) ফ্লাইট সংশ্লিষ্ট মোট ২২ জনকে হোম কোয়ারেন্টাইনের নির্দেশনা দেন।
কোয়ারেন্টাইনে পাঠানোদের মধ্যে রয়েছেন- চার পাইলট, ১৪ কেবিন ক্রু ও গ্রাউন্ড সার্ভিসে ট্রাফিকের একজন, ফ্লাইট অপারেশনের একজন এবং প্রকৌশল বিভাগের দুই সদস্য।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ-উল-আহসান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বিমানের ফ্লাইট থেকে ফেরা পাইলট এবং কেবিন ক্রুদের আমাদের বিমানবন্দর হেলথ ডেস্ক থেকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী তারা ১৪ দিনের কোয়ারেন্টাইনে চলে গেছেন।
এর আগে বৃহস্পতিবার সকালে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট ৩২৭ জন জাপানি নাগরিককে নিয়ে নারিতা বিমানবন্দরের উদ্দেশ্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। ফিরতি ফেরি ফ্লাইটটি শুক্রবার ভোরে ঢাকায় অবতরণ করে।
যুক্তরাষ্ট্রভিত্তিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, শনিবার (৫ এপ্রিল) পর্যন্ত জাপানে মোট ২৯৩৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। মারা গেছেন ৬৯ জন।
উল্লেখ্য, শনিবার (৪ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত ব্রিফিংয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ৯ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে ভাইরাসটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭০ জনে। আক্রান্তদের মধ্যে আরও দুইজন মারা গেছেন। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আটজনে। এছাড়া সুস্থ হয়ে ঘরে ফিরেছেন আরও চারজন। ফলে মোট সুস্থ রোগীর সংখ্যা ৩০।
এআর/এএইচ/জেআইএম
সর্বশেষ - জাতীয়
- ১ গণঅভ্যুত্থানে আহতদের মানসিক স্বাস্থ্যসেবার আওতায় আনা হবে
- ২ আজম-পলক পরিবারের ১৩৬ ব্যাংক হিসাব, হাজার কোটির অস্বাভাবিক লেনদেন
- ৩ প্রশাসন ছাড়া অন্য ক্যাডারে বঞ্চিত কর্মকর্তাদের আবেদনের পরামর্শ
- ৪ অন্তর্বর্তী সরকারের ওপর আস্থা কমেছে ৮ শতাংশ মানুষের
- ৫ দেড় শতাধিক যাত্রী নিয়ে মাঝ সমুদ্রে বিকল সার্ভিস বোট, পরে উদ্ধার