একাত্তরের হানাদারদের মতো করোনা মোকাবিলা করতে হবে
তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেছেন, দৃঢ় প্রত্যয় আর অবিচল সংগ্রামের মাধ্যমে অকুতোভয় বাঙালি জাতি যেভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৭১ এ পাকিস্তানি হানাদারদের পরাজিত করেছে ঠিক তেমনি ঐক্যবদ্ধ প্রয়াসের মাধ্যমে শেখ হাসিনার নেতৃত্বে এবারও প্রাণঘাতী করোনাভাইরাসকে মোকাবিলা করবে। আর এ জন্য করোনাভাইরাস সম্পর্কিত সতর্ক বার্তা, হোম কোয়ারেন্টাইনে থাকা, সামাজিক দূরত্ব মেনে সরকারি নির্দেশনা অনুসরণ করতে হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক স্বচ্ছতা ও জবাবদিহিতার তালিকা প্রণয়ন ও ত্রাণকার্য পরিচালনা করা হচ্ছে যাতে কেউ অভুক্ত না থাকে।
তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান শনিবার সকালে নিজ বাড়িতে করোনা পরিস্থিতি সংক্রান্ত এক মতবিনিময় সভায় এ কথা বলেন।
এ সময় সরিষাবাড়ি উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, পৌর মেয়র, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধিসহ সাংবাদিক ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
তিনি এ সময় উপেজলা নির্বাহী অফিসারের (ইউএনও) দুর্যোগ মোকাবিলা ফান্ডে পাঁচ লাখ টাকা প্রদান করেন। বিকেলে প্রতিমন্ত্রী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের চার শতাধিক নিম্ন আয়ের মানুষের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ বিতরণ করেন।
এফএইচএস/এমএফ/এমকেএইচ