ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

করোনা দুর্যোগে ৬ হাজার মানুষকে দুপুরের খাবার দেবে পাথওয়ে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৭:৪২ পিএম, ০৩ এপ্রিল ২০২০

করোনাভাইরাস মহামারি হিসেবে নতজানু করেছে পুরোবিশ্বকে। করোনার সংক্রমণরোধে প্রায় সবদেশেই লকডাউন পদ্ধতি বেছে সরকার। বাংলাদেশেও চলছে অঘোষিত লকডাউন। দীর্ঘদিনের ছুটিতে দেশ।

ছুটির প্রভাব পড়েছে রাজধানী ঢাকাতেও। ঢাকার এমন চিত্র কখনো দেখেনি নগরবাসী। সুনসান রাস্তাঘাট। এমন অবস্থায় শ্রমজীবী মানুষরা হয়ে পড়েছে কর্মহীন। তাদের অনেককেই অনাহারে-অর্ধাহারে দিন কাটাতে হচ্ছে।

Pathway-(1)

করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে পথশিশু ও ছিন্নমূল মানুষের মুখে দুমুঠো খাবার তুলে দিতে এগিয়ে এসেছে বেসরকারি উন্নয়ন সংস্থা পাথওয়ে। রাজধানীতে কর্মহীন ৬ হাজার অসহায় খেটে-খাওয়া মানুষদের মাঝে খাবার বিতরণ কর্মসূচি হাতে নিয়েছে তারা। শুক্রবার (৩ এপ্রিল) রাজধানীর পল্লবী থানার তিন নম্বর ওয়ার্ডের ঝুটপট্টী এলাকায় এই খাদ্য বিতরণ কর্মসূচি শুরু করে সংস্থাটি।

Pathway-(2)

চাল, ডাল, আলু, ফুলকপি ও গাজর দিয়ে প্রথমে রান্না করা হয় খিচুড়ি। ভাইরাসের সংক্রমণের বিষয়টি মাথায় রেখে যেন কোনো জমায়েত না হয়, সেই বিবেচনায় তালিকা ধরে প্রথম দিনে তৃতীয় লিঙ্গ, নিম্ন মধ্যবিত্ত ও ছিন্নমূল খেটে খাওয়া ৬০০ মানুষের ঘরে ঘরে দুপুরের খিচুড়ির প্যাকেট পৌঁছে দেয় পাথওয়ে টিম।

Pathway-(3)

এ ব্যাপারে পাথওয়ের নির্বাহী পরিচালক মো. শাহিন বলেন, ‘করোনাভাইরাসের সংক্রমণরোধে সরকার দেশে সাধারণ ছুটি ঘোষণা করায় অনেক দরিদ্র, খেটে খাওয়া মানুষ কর্মহীন হয়ে পড়েছে। অনেকের বাসায় খাবার ফুরিয়ে যাওয়ায় পরিবার নিয়ে অনাহারে রয়েছে। এসব খেটে খাওয়া দুস্থ মানুষের সমস্যার কথা মাথায় রেখেই পাথওয়ের পক্ষ থেকে এই খাদ্য বিতরণের কর্মসূচি হাতে নেয়া হয়েছে।’

Pathway-(4)

প্রতিদিন ৬০০ মানুষকে একবেলা করে টানা নয় দিন খাবার বিতরণ করা হবে। এভাবে এক এক দিন ভিন্ন ভিন্ন ধরনের খাদ্য বিতরণ করা হবে বলে জানান পাথওয়ের নির্বাহী পরিচালক।

জেইউ/এসআর/পিআর