ত্রাণ পেলেও ঘরভাড়ার জন্য রাস্তায় বৃদ্ধা
সরকারি ত্রাণ সহায়তা পাওয়ার পরও অনেকেই ঘরভাড়ার জন্য করোনার ঝুঁকি নিয়ে বাইরে বের হচ্ছেন। এমন একজন বৃদ্ধা সালেহা।
তিনি বলেন, ‘গতকাল পাঁচ কেজি চাল পাইছি। চালের সাথে তেল, ডাল, সাবানও দিছে। তারপরও ঘরে থাকতে পারি না। এক হাজার টাকা সিট ভাড়া দিয়া থাহি। খামু, সিট ভাড়া দেওন লাগত না?’
শুক্রবার (৩ মার্চ) বেলা ১১টার দিকে রাজধানীর কারওয়ান বাজার এলাকার একটি ওভারব্রিজের নিচে ভিক্ষা করার সময় এসব কথা বলছিলেন সালেহা।
শেরপুরে সালেহার গ্রামের বাড়ি। তার এক মেয়ে, স্বামী নেই। মেয়ের বিয়ে দিয়েছেন। মেয়ের ঘরে এক ছেলে, এক মেয়ে। মেয়ের সংসারেই থাকতেন সালেহা। কিন্তু মেয়ের সংসারেও অভাব-অনটন। অভাব-অনটনের কারণে মেয়ের সঙ্গে ঝগড়া করে বৃদ্ধ বয়সে গত তিন মাস আগে ঢাকায় আসেন তিনি।
সালেহা বলেন, ‘আমি তিন মাস হলো বের হইছি। মেয়ের সাথে কাইজ্যা-ঝগড়া কইরা আইছি। জামাই (মেয়ের স্বামী) কামকাজ করে, গরিব মানুষ, এক ছেলে, এক মেয়ে লেহাপড়া করায়, তা আমি কেমনে তাদের ঘাড়ের মধ্যে থাহি।’
আগে যেসব আত্মীয়-স্বজনদের সহযোগিতা করেছেন, তারাও এখন আর খোঁজ-খবর নেয় না আক্ষেপ করে কেঁদে ফেলেন সালেহা।
পিডি/বিএ/জেআইএম