২০ হাজার পরিবারকে ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু
করোনাভাইরাসের বিস্তার রোধে দেশব্যাপী সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এই পরিস্থিতিতে বন্ধ হয়ে গেছে নিম্নবিত্ত মানুষের আয় রোজগারের পথ। এ অবস্থায় ত্রাণ সামগ্রীই তাদের বেঁচে থাকার একমাত্র উপায়।
আর তাদের সাহায্যে এগিয়ে এসেছে দেশের স্বনামধন্য শিল্পপ্রতিষ্ঠান আব্দুল মোনেম লিমিটেড। সারা দেশের ২০ হাজার পরিবারকে ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করেছে প্রতিষ্ঠানটি। রাজধানী ঢাকায় এই কার্যক্রমের সার্বিক সহযোগিতা করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
বৃহস্পতিবার (২ এপ্রিল) ঢাকার মিরপুর সরকারি বাংলা স্কুল থেকে এই কার্যক্রমের সূচনা হয়। পর্যায়ক্রমে দেশের বিভিন্ন জেলা শহরেও এই কার্যক্রম শুরু হবে।
ত্রাণের প্রতি প্যাকেটে রয়েছে চাল, ডাল, তেল, লবণ ছাড়াও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি। এ ত্রাণ বিতরণ কার্যক্রমে আব্দুল মোনেম লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন ইগলুর গ্রুপ সিইও জি এম কামরুল হাসান এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিরপুর রেঞ্জের এডিসি মাহমুদা আফরোজ লাকি।
এফআর/এমকেএইচ