করোনা চিকিৎসাসেবায় স্বাচিপের জরুরি মেডিকেল টিম
বর্তমান বিশ্বে করোনাভাইরাস পরিস্থিতি মহামারি আকার ধারণ করেছে। দেশের এই ক্রান্তিলগ্নে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) ১১ সদস্যবিশিষ্ট জরুরি মেডিকেল টিম গঠন করেছে।
করোনাভাইরাসে কিংবা সাধারণ রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা পেতে যদি কোনো ধরনের সমস্যা হয় তাহলে জরুরি মেডিকেল টিমের সদস্যদের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
বৃহস্পতিবার স্বাচিপ সভাপতি অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান ও মহাসচিব অধ্যাপক ডা. এম এ আজিজ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জরুরি মেডিকেল টিমের সদস্যরা হলেন- দেবেশ চন্দ্র তালুকদার (০১৭১১-৩১৯২৯৬), আবু ফয়সাল মোহাম্মদ আরিফুল ইসলাম নবীন (০১৭১১-৮১৪৫৯০), ডা. আরিফুল ইসলাম জোয়ার্দ্দার টিটু (০১৭১৩-০১৫৫৯১), মাইদুল ইসলাম শিপন (০১৭১৫৩৪৭৩৯৫), জুয়েল রানা (০১৯১১-৮৩৪৪৫৭), মো. আজিজুর রহমান (০১৭১২-৫৭২৪২৩), মো. তৌফিকুল হাসান (০১৭১৭-০৬৭৪৬০), প্রসেনজিৎ কুন্ডু অনিক (০১৭১২-০২৭৮২৮), শাহ নিজাম উদ্দিন শাওন (০১৭১৭-৩৫৬৪৭৫) , জুলফিকার নয়ন অনিক (০১৭২১৮৭৬০৬২) ও মো. সাখাওয়াত হোসেন নাদিম (০১৭১২২৮০২৬২)।
এমইউ/বিএ/এমকেএইচ