ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ভারতে আটকে পড়াদের জন্য হটলাইন

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০২:১৩ পিএম, ০১ এপ্রিল ২০২০

চিকিৎসাসহ বিভিন্ন কারণে ভারতে গিয়ে আটকে পড়া বাংলাদেশিদের জন্য হট লাইন খুলেছে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন। আটকা পড়াদের দেশে ফেরাতে সময় লাগতে পারে জানিয়ে হাইকমিশন বলেছে, কোনে ধরনের সমস্যা হলে হটলাইনে যোগাযোগ করুন।

হটলাইনগুলো হলো- নয়াদিল্লি (+৯১৮৫৯৫৫৫২৪৯৪), কলকাতা (+৯১৯০৩৮৯ ২৩৮৩৭৩+৯১৮২০৪ ০৫৯৮), মুম্বাই (+৯১ ৯৮৩৩১ ৫৯৯০), গোয়াহাটি (+৯১৬৫৭৮৯৩৯৩০৯) ও আগরতলায় (+৯১৮১১৯৯১০৯২৮)।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। এতে বলা হয়, ‘ এসব নম্বরে হোয়াটসঅ্যাপে বার্তা বা এসএসএস পাঠাতে পারেন। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গোটা বিশ্ব এক সংকটময় সময় অতিক্রম করছে। এ সময় আমাদের সচেতন, সহনশীল ও সংবেদনশীল হতে হবে। ভারতে অবস্থিত বাংলাদেশ মিশনগুলো, যেকোন প্রয়োজনে আপনাদের পাশে রয়েছে। করোনাভাইরাসের বিস্তাররোধে স্বাগতিক দেশের নিয়মাবলি নিয়ে মেনে চলুন। অন্যদেরও মেনে চলতে উৎসাহিত করুন।’

প্রসঙ্গত, ভারতে চিকিৎসার জন্য গিয়ে সেখানে শত শত বাংলাদেশি আটকা পড়েছেন। সেসব রোগী ও তাদের আত্মীয়-স্বজন নিয়ে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করেছে জাগো নিউজ। এরপর সরকারের পক্ষ থেকে তাদের ফিরিয়ে আনার উদ্যোগ নেয়া হয়েছে। কিস্তু প্রক্রিয়াগত কারণে তাদের ফিরিয়ে আনা সময়সাপেক্ষ বলে জানানো হয়েছে।

ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সম্প্রতি করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে ভারত সরকার ঘোষিত লকডাউনের ফলে যেসব বাংলাদেশি ভারতের বিভিন্ন অঞ্চলে আটকা অবস্থায় আছেন, তাদের ফেরাতে সময় লাগতে পারে। বাংলাদেশিদের নিজ ব্যয়ে নিরাপদে ও সাশ্রয়ীভাবে স্বদেশ প্রত্যাবর্তনের সম্ভাব্যতা বাংলাদেশ সরকারও যত্মসহকারে যাচাই করছে, যা প্রক্রিয়াগত কারণে কিছুটা সময়সাপেক্ষ হতে পারে।

এইচএস/জেডএ/জেআইএম

আরও পড়ুন