ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

বিপ্লবী মুকুন্দলালের ৩৬তম মৃত্যুবার্ষিকী আজ

প্রকাশিত: ০৯:৫৪ পিএম, ১২ অক্টোবর ২০১৫

ব্রিটিশবিরোধী আন্দোলনের বিপ্লবী, বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মুকুন্দলাল সরকারের ৩৬তম মৃত্যুবার্ষিকী আজ। দিবসটি পালন উপলক্ষে তার দ্বিতীয় পুত্র কলাম লেখক মনীন্দ্র নাথ সরকারের ধানমন্ডির বাসায় সন্ধ্যায় এক প্রার্থনা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

প্রয়াতের তৃতীয় পুত্র এম আর ইঞ্জিনিয়ারিংয়ের জেনারেল ম্যানেজার সুভাষ সরকার ও কনিষ্ঠ পুত্র সাংবাদিক অজিত কুমার সরকার প্রার্থনাসভায় শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।

মুকুন্দলাল সরকারের ১৯০৯ সালে গোপালগঞ্জে জন্মগ্রহণ করেন। ১৯৬৫ সনে তৎকালীন পাকিস্তান সরকার তাকে ‘ডিফেন্স অব পাকিস্তান’ রুলে গ্রেফতার করে। তিনি দীর্ঘকাল কারাগারে অন্তরীণ ছিলেন। তিনি শেরেবাংলা এ কে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মওলানা আব্দুল হামিদ খান ভাসানী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন।

একাত্তর বছরের জীবনকালে তিনি জমিদারি প্রথা উচ্ছেদ অভিযান, শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, রাস্তা নির্মাণ, খাল খননসহ অসংখ্য জনহিতকর কাজ করে স্থানীয় জনগণের মাঝে আজো স্মরণীয় হয়ে আছেন।

সমাজসেবার অংশ হিসেবে গোপালগঞ্জ ও খুলনার বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি কলেজ, প্রাথমিক ও উচ্চবিদ্যালয় প্রতিষ্ঠা করেন মুকুন্দলাল সরকার।

বিএ