ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

সেনা ও পুলিশ সদস্যদের সামনেই রাস্তায় নামছে মানুষ!

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৮:১৩ পিএম, ৩১ মার্চ ২০২০

‘প্রিয় এলাকাবাসী। আসসালামুআলাইকুম। বৈশ্বিক দুর্যোগ করোনা সংক্রমণরোধে আপনাদের ঘরে থাকার জন্য সকলকে অনুরোধ জানানো যাচ্ছে। নিজে বাঁচুন, পরিবারকে বাঁচান, দেশের মানুষকে বাঁচান।’

মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় রাজধানীর নিউমার্কেটের সামনে রিকশাযোগে এক তরুণকে মাইক্রোফোন হাতে মাইকযোগে এলাকাবাসীকে ঘরে অবস্থানের ব্যাপারে সতর্কবাণী বলতে শোনা যায়।

তরুণটি যখন মাইকে এ ঘোষণা দিচ্ছিল সে সময় তার পাশ দিয়ে একাধিক প্রাইভেটকার, মোটরসাইকেল, ব্যাটারি ও প্যাডেলচালিত রিকশা দ্রুত বেগে ছুটে যেতে দেখা যায়। রাস্তায় ফুটপাতে বেশ কিছুসংখ্যক মানুষকে হাঁটতে দেখা যায়।

jagonews24

অদূরে একটি পুলিশের টহল গাড়িতে দুজন পুলিশ সদস্যকে ঝিমুতে দেখা যায়। এ সময় সেনাবাহিনীর দুটি গাড়ি নীলক্ষেত থেকে বিজিবি ৩ নম্বর গেটের সামনে এগিয়ে যেতে দেখা যায়। গাড়ি দুটো সাইরেন বাজিয়ে গেলেও রাস্তার দুপাশে হেঁটে যাওয়া লোকজনকে ভীত হতে দেখা গেল না।

করোনা সংক্রমণরোধে সরকার ৪ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করেছে। রোগতত্ত্ব বিশেষজ্ঞরা করোনা সংক্রমণরোধে দেশবাসীকে একান্ত প্রয়োজন ছাড়া বাসা বাড়িতেই অবস্থানের অনুরোধ জানিয়ে নির্দেশনা জারি করেছে। বাইরে বের হলেও মুখে মাস্ক লাগানোর পরামর্শ দিয়েছে। বিশেষ প্রয়োজনে ঘরের বাইরে বের হলেও মাস্ক লাগানোর পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রাখতে বলেন। কিন্তু সরকারি ছুটির ষষ্ঠ দিনে আজ দিনভর রাজধানীতে বিগত কয়েক দিনের তুলনায় অধিকসংখ্যক মানুষ ও যানবাহন চলাচল করতে দেখা যায়।

capp

গণপরিবহন বন্ধ থাকলেও নানা অজুহাতে মানুষ বাড়ির বাইরে বেরিয়ে আসেন। অন্য দিনের তুলনায় পুলিশ ও সেনা সদস্যদেরও তাদের ঘরে ফেরাতে খুব একটা তৎপর হতে দেখা যায়নি।

আইইডিসিআর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা মঙ্গলবার করোনাভাইরাস সম্পর্কিত অনলাইন প্রেস ব্রিফিংয়ে বলেন, সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচল না করলে রোগটিতে সংক্রমণের ঝুঁকি তৈরি হবে। তিনি সরকারি নির্দেশনা মেনে বাসা বাড়িতে অবস্থানের ওপর গুরুত্বারোপ করেন।

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫১ জনে। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় নতুন করে দুজন করোনা রোগী শনাক্ত হয়। সুস্থ হয়েছেন আরও ছয়জন। ফলে মোট সুস্থ হয়েছেন ২৫ জন। করোনা আক্রান্ত হয়ে পাঁচজন মারা গেছেন।

এমইউ/এএইচ/এমএস