ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এক দিনের বেতন দেবেন রেল কর্মকর্তারা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৬:৩৬ পিএম, ৩১ মার্চ ২০২০

বাংলাদেশ রেলওয়ে ও রেলপথ পরিদর্শন অধিদফতরের কর্মকর্তা-কর্মচারীদের মার্চ মাসের এক দিনের মূল বেতনের সমপরিমাণ অর্থ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দেয়া হবে।

মঙ্গলবার রেল মন্ত্রণালয়ের উপসচিব মীর আলমগীর হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘করােনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বাংলাদেশে সরকারের অফিস-দফতর ছুটি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি সব মানুষকে নিজ নিজ গৃহে অবস্থান করতে বলা হয়েছে। ফলে খেটে খাওয়া মানুষ কাজে যেতে পারছে না। এ অবস্থায় স্বল্পআয়ের, খেটে খাওয়া মানুষদের আর্থিক সহায়তার জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ইতোমধ্যে বিভিন্ন সরকারি সংস্থা, দফতর আর্থিক সহায়তা প্রদান করেছে।’

‘এই পরিস্থিতিতে বাংলাদেশ রেলওয়ে ও রেলপথ পরিদর্শন অধিদফতরের কর্মকর্তা-কর্মচারীদের মার্চের একদিনের মূল বেতনের সমপরিমাণ অর্থ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে প্রদান করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।’

এএস/জেডএ/এমকেএইচ