সেনাপ্রধানের সঙ্গে চীনা প্রতিনিধিদলের সাক্ষাৎ
সেনাবাহিনীর প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনা সামরিক প্রতিনিধিদলের প্রধান চেংডু মিলিটারি রিজিওন কমান্ডের কমান্ডার জেনারেল লি জুওচেঙ্গ।
সোমবার ঢাকা সেনানিবাসে সেনাবাহিনী সদর দফতরে সৌজন্য সাক্ষাৎটি অনুষ্ঠিত হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) সহকারী পরিচালক মোহাম্মদ রেজা-উল করিম শাম্মী।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাক্ষাতে তারা পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও দু’দেশের সেনাবাহিনীর প্রশিক্ষণ ও পেশাগত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
এর আগে, জেনারেল লি জুওচেঙ্গের নেতৃত্বে চীনা সেনাবাহিনীর ছয় সদস্যের একটি প্রতিনিধি দল তিন দিনের সফরে ১১ অক্টোবর বাংলাদেশে আসেন।
সফরকারী দলটি মঙ্গলবার দেশে ফিরে যাবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এআর/বিএ
সর্বশেষ - জাতীয়
- ১ ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি এ সপ্তাহে, ক্যাডার-ননক্যাডারে পদ ৩৭০১
- ২ সংসার চালাতে হিমশিম খাচ্ছে নিম্ন আয়ের মানুষ, ওষুধে ব্যয় ২০ শতাংশ
- ৩ জাপান গার্ডেন সিটিতে বিষ প্রয়োগে কুকুর হত্যার অভিযোগে থানায় জিডি
- ৪ ‘রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশ যেন হারিয়ে না যায়’
- ৫ স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের দাবি অত্যন্ত যৌক্তিক