ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

নিজের নামে সেতু উদ্বোধন করলেন রাষ্ট্রপতি

প্রকাশিত: ১২:৪১ পিএম, ১২ অক্টোবর ২০১৫

কিশোরগঞ্জের দুর্গম হাওর উপজেলা অষ্টগ্রামে ধলেশ্বরী নদীতে নির্মিত `আবদুল হামিদ সেতু` উদ্বোধন করলেন রাষ্ট্রপতি। সোমবার বিকেল ৩টায় সেতুটি উদ্বোধন করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এর আগে দুপুর আড়াইটায় বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে করে অষ্টগ্রাম আসেন রাষ্ট্রপতি।

সেতু উদ্বোধনের পর বিকেল সাড়ে ৩টায় অষ্টগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নাগরিক কমিটি আয়োজিত এক সমাবেশে বক্তব্য রাখেন রাষ্ট্রপতি।

সমাবেশে রাষ্ট্রপতি আব্দুল হামিদ বলেন, `রাষ্ট্রপতি হওয়ার কারণে নানা বেড়াজালে আমি আটকে আছি। আপনারা ইচ্ছে করলেই আমার সঙ্গে দেখা করতে পারেন না। একদিন আমি রাষ্ট্রপতি থাকবো না। তখন আগের মতোই আপনাদের কাছে যখন মনে চায় ছুটে আসবো।

রাষ্ট্রপতি বলেন, হাওরের জল-কাঁদা গায়ে মেখে আমি বড় হয়েছি। আমার শৈশব-কৈশোর কেটেছে এ হাওরে। এ এলাকা থেকে বারবার আপনারা আমাকে এমপি নির্বাচিত করেছেন। আমিও চেষ্টা করেছি হাওরের উন্নয়নে। বর্তমানে অবহেলিত হাওর জনপদের ব্যাপক উন্নয়ন হয়েছে। আগামীতে এ উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।

রাষ্ট্রপতি আরো বলেন, এক সময় ধলেশ্বরী নদীতে পাকা সেতু ছিল আপনাদের কাছে স্বপ্ন। এখন তা বাস্তব। এ সেতু নির্মিত হওয়ায় ইটনা, মিঠামইন ও অষ্টগ্রামের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ সম্ভব হবে। এ ছাড়াও সাব-মার্সিবল ও অলওয়েদার রোড নির্মাণ কাজ শেষ হলে ঢাকার সঙ্গে হাওরের সড়ক যোগাযোগ শুরু হবে।

নাগরিক কমিটির আহ্বায়ক ফজলুল হক হায়দারি বাচ্চুর সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ-৪ আসনের এমপি রাষ্ট্রপতির ছেলে রেজওয়ান আহম্মেদ তৌফিক, নিকলী-বাজিতপুর আসনের এমপি আফজাল হোসেন, জেলা প্রশাসক জি এস এম জাফর উল্লাহ প্রমুখ।

প্রসঙ্গত, অষ্টগ্রামের ধলেশ্বরী নদীতে ৪২ কোটি টাকা ব্যয়ে ৩৪১ মিটার দীর্ঘ পাকা সেতু নিমার্ণ করা হয়। নির্মিত এ সেতু প্রকল্পে আছে এক কিলোমিটার সংযোগ সড়ক ও একটি কালভার্ট। এলাকাবাসীর ইচ্ছায় সেতুর নামকরণ করা হয় `আবদুল হামিদ সেতু।`
 
নূর মোহাম্মদ/এআরএ/আরআইপি