ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

যাত্রী ও চালকদের সঙ্গে ওবায়দুল কাদেরের মতবিনিময়

প্রকাশিত: ১২:৩৮ পিএম, ১২ অক্টোবর ২০১৫

ঢাকা-মুন্সীগঞ্জ ও ঢাকা-মাওয়া রুটের বিভিন্ন বাসস্ট্যান্ডে নেমে এবং বিভিন্ন গাড়িতে উঠে চালক ও যাত্রীদের সাথে মতবিনিময় করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার দুপুরে এ মতবিনিময়ের সময় মন্ত্রী অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে কি-না সে বিষয়ে সার্বিক খোঁজ খবর নেন।

সোমবার  সেতু বিভাগের তথ্য অফিসার শেখ ওয়ালিদ ফয়েজ স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
 
বাতায় জানানো হয়, চালকরা মন্ত্রীকে জানান এ রুটে গণপরিবহনে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে না।
 
চালকদের দেয়া তথ্য যাচাই করতে মন্ত্রী যাত্রীদের কাছে এর সত্যতা জানতে চান। নির্ধারিত ভাড়ার অতিরিক্ত কোনো ভাড়া এ রুটে নেয়া হচ্ছে না বলে যাত্রীরা মন্ত্রীকে জানান। পরে মন্ত্রী এ রুটের পরিবহন মালিক-শ্রমিক ও সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।

জেইউ/এসকেডি/পিআর