চীন রুটে ফ্লাইট কমাল ইউএস-বাংলা, বাকি সব রুট স্থগিত
ঢাকা থেকে চীনের গুয়াংজু রুটে সপ্তাহে একটি ফ্লাইট (রোববার) পরিচালনা করবে ইউএস-বাংলা এয়ারলাইন্স। বাকি রুটগুলোতে বিভিন্ন মেয়াদে ফ্লাইট চলাচল স্থগিত করেছে তারা।
করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতির মধ্যে শুক্রবার (২৭ মার্চ) ইউএস-বাংলা গ্রুপের মহাব্যবস্থাপক (জিএম-পিআর) কামরুল ইসলাম এ তথ্য জানান।
তিনি বলেন, ইউএস-বাংলা এয়ারলাইন্স ২৯ মার্চ থেকে কেবল প্রতি রোববার ঢাকা-গুয়াংজু রুটে ফ্লাইট পরিচালনা করবে। এর বাইরে দোহা, কলকাতা ও চেন্নাই রুটে ১৫ এপ্রিল, কুয়ালালামপুর রুটে ১৪ এপ্রিল, সিঙ্গাপুর রুটে ৭ এপ্রিল, মাস্কাট রুটে ২৯ এপ্রিল এবং ব্যাংকক ১৮ মে পর্যন্ত ফ্লাইট পরিচালনা স্থগিত থাকবে।
অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা ৪ এপ্রিল পর্যন্ত স্থগিত থাকবে বলেও জানান তিনি।
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের আগে ঢাকা-গুয়াংজু রুটে ইউএস-বাংলা সপ্তাহে সাতটি ফ্লাইট পরিচালনা করতো। করোনার প্রভাবে এই সংখ্যা কমিয়ে তিনে আনা হয়েছিল, বর্তমানে তা একটিতে গিয়ে থেমেছে।
এর আগে করোনাভাইরাসের প্রভাবে তিন মাসের জন্য সব ধরনের ফ্লাইট অপারেশন বন্ধ করেছে রিজেন্ট এয়ার। সরকারি ও ভারতের নিষেধাজ্ঞার কারণে বেসরকারি বিমান সংস্থা নভোএয়ারেরও সব ফ্লাইট বন্ধ রয়েছে। রাষ্ট্রীয় এয়ারলাইন্স বিমান সব রুট বাদ দিয়ে এতদিন যুক্তরাজ্যের লন্ডন ও ম্যানচেস্টার রুটে ফ্লাইট চালিয়ে এলেও ২৯ মার্চ থেকে সে দু’টিও বন্ধের সিদ্ধান্ত জানায়। ফলে বন্ধ হয়ে গেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সব রুট।
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে বর্তমানে চীনা রুটেই ফ্লাইট চালু আছে। ইউএস-বাংলা, চায়না ইস্টার্ন ও চায়না সাউদার্ন ফ্লাইটগুলো চালু রেখেছে।
এআর/এইচএ/জেআইএম