নিম্নআয়ের মানুষের পাশে ডিএমপির রমনা বিভাগ
নভেল করোনাভাইরাসের সংক্রমণ রোধে ঘরের বাইরে থাকতে নিরুৎসাহিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রাজধানীর রাস্তাঘাট অফিস সবই ফাঁকা। এতে অধিকাংশ মানুষই বাসায় অবস্থান করছেন। দুর্যোগের এই সময় নিম্নআয়ের মানুষের আয় রোজগার বন্ধ। আত্মমানবতার সেবায় এসব অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে ডিএমপির রমনা বিভাগ।
গতকাল বৃহস্পতিবার গভীর রাতে ধানমন্ডি, হাজারিবাগ ও রাসেল স্কয়ার এলাকায় শতাধিক নিম্নআয়ের মানুষকে চাল, ডাল, আলু, তেল, সাবান ও পেঁয়াজের প্যাকেট দিয়েছেন পুলিশ সদস্যরা।
রমনা বিভাগের পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার আব্দুল্লাহ হেল কাফি বলেন, কয়েকজন উপ-পরিদশর্ক (এসআই) বেতনের টাকা থেকে এসব খাদ্যপণ্য বিতরণ করেছেন। ১১০টি প্যাকেটে ছিল তিন কেজি চাল, আধা কেজি ডাল, এক কেজি আলু, এক কেজি পেঁয়াজ, আধা লিটার তেল ও একটি সাবান। শতাধিক পরিবারের সদস্যদের মাঝে নিত্যপ্রয়োজনীয় এসব সরবরাহ করা হয়।
তিনি বলেন, সবকিছু বন্ধ থাকায় নিম্নআয়ের মানুষের রোজগার নেই বললেই চলে। তাই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। সমাজের বিত্তবানদের এসব নিম্নআয়ের মানুষদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে বাংলাদেশে নতুন করে আজ আরও ৪ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে দুজন চিকিৎসক। ফলে ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৮ জনে।
জেইউ/জেএইচ/পিআর