ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

করোনা : খোলা আকাশের নিচে বাস করা গৃহহীনদের কী হবে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০১:৪৩ পিএম, ২৫ মার্চ ২০২০

করোনা সংক্রমণ থেকে বাঁচতে বিশেষ প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বাইরে বের হচ্ছেন না। দিন মজুরদেরও অনেকে কষ্ট করে হলেও ঘরে অবস্থান করছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও অতি প্রয়োজনীয় দোকানপাট ছাড়া অন্যগুলো বন্ধ করে দিচ্ছেন। মানুষের ঘরে থাকার জন্য বারবার বলছেন। প্রয়োজনে বলও প্রয়োগ করছেন।

তবে রাজধানীসহ সারাদেশে অনেক মানুষ আছে তাদের কোনো ঘর নেই। রাস্তাতেই কাটে তাদের জীবন। করোনা সংক্রমণের এই সময়ে তারা রয়েছেন সবচেয়ে বেশি ঝুঁকিতে।

বুধবার (২৫ মার্চ) দুপুরে রাজধানীর কারওয়ান বাজার থেকে ফার্মগেট পর্যন্ত কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ রাস্তার দু-পাশে এমন তিনজনকে গৃহহীনকে পাওয়া যায়। তারা ওভারব্রিজের নিচে ও গলির রাস্তায় শুয়েছিলেন।

Home-Less-(3)

দেখা যায়, তাদের মাঝে একজন ঘুমের মাঝেই কাশছিলেন। একজনের মুখ ঢাকা ছিল গামছায়। আর দুজনের মুখে কোনো কাপড় ছিল না।

দেশে করোনাভাইরাসে আরও একজন মারা গেছেন। ফলে দেশে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে। অন্যদিকে নতুন করে কেউ আক্রান্ত হননি, তাই আক্রান্তের সংখ্যা ৩৯-ই আছে।

Home-Less-(3)

স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন আরও দুজন। সবমিলিয়ে সুস্থ হয়েছেন সাতজন।

পিডি/এসআর/পিআর