জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে ডিএনসিসিতে
করোনাভাইরাস সংক্রমণ রোধে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) বিভিন্ন সড়ক, প্রতিষ্ঠানের সামনে, উন্মুক্ত স্থানে ওয়াটার বাউজারের সাহায্যে তরল জীবাণুনাশক স্প্রে করা হয়েছে।
মঙ্গলবার এ কাজে ব্যবহার করা হয় চারটি ওয়াটার বাউজার। মোট ৬০ হাজার লিটার তরল জীবাণুনাশক ডিএনসিসির প্রায় ৯ লাখ বর্গফুট এলাকায় স্প্রে করা হয়।
এলাকাগুলো হলো- শাহ আলী মাজার থেকে মিরপুর ১ নম্বর গোলচত্বর, টোলারবাগ থেকে বাংলা কলেজ হয়ে টেকনিক্যাল, মিরপুর মডেল থানা থেকে মিরপুর ১ নম্বর গোলচত্বর, মাজার রোড হয়ে গাবতলী; মিরপুর সেকশন ১৪, সোহরাওয়ার্দী হাসপাতাল, পঙ্গু হাসপাতাল, শিশু হাসপাতাল, হৃদরোগ হাসপাতাল, কুয়েত মৈত্রী হাসপাতাল এবং আশকোনা।
পাশাপাশি প্রতিটি ওয়ার্ডের অলি-গলিতে হ্যান্ড স্প্রে মেশিনের সাহায্যে তরল জীবাণুনাশক স্প্রে করা অব্যাহত রয়েছে।
এএস/জেডএ/এমএস