বাড়ছে মোবাইল কোর্টের পরিধি
মাদক ও জুয়ার ক্ষেত্রে অপরাধ আমলে নেয়ার ব্যাপারে বেশ কিছু ক্ষমতা ডিসিদের দেয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী ব্যারিষ্টার আনিসুল হক। বৃহস্পতিবার সচিবালয়ে জেলা প্রশাসক সম্মেলনে আইন ও বিচার বিভাগ সম্পর্কিত আলোচনা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান আইনমন্ত্রী।
মন্ত্রী বলেন, বিচার বিভাগের স্বাধীনতা থাকায় সরকার বিচারিক ক্ষমতা ডিসিদের বা নির্বাহী ম্যাজিস্ট্রেটদের দিবে না। বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুন্ন হয় শেখ হাসিনার সরকার এমন কিছু করবে না।
তিনি বলেন, রোহিঙ্গাদের বিবাহ রেজিস্ট্রি করা হলে আইনি ব্যবস্থা নেয়া হবে। কাজীরা যাতে রোহিঙ্গাদের বিবাহ রেজিষ্ট্রি না করতে পারে সেজন্য একটি পরিপত্র জারি করা হবে। মাদক পাচার রোধ দেশের বিদ্যমান আইন সংস্কার করা হবে। পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের ক্ষমতা বৃদ্ধি করা হবে। যাতে যুবকরা বেশিকরে মাদকে আশক্ত হতে না পারে সে জন্য আইনটি সংশোধন করা হবে।