ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

স্বাধীনতা দিবসে করোনা চিকিৎসা সামগ্রী উপহার দিচ্ছে চীন

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০২:৪৪ পিএম, ২৪ মার্চ ২০২০

করোনাভাইরাস মোকাবিলায় স্বাধীনতা দিবসে চীন থেকে আসছে চীনের বিশেষ উপহার। প্রথম এই কনসাইনমেন্টে ১০ হাজার টেস্ট কিট, ১০ হাজার মেডিকেল প্রটেক্টিভ ক্লথিং, এক হাজার ইনফারেট থার্মোমিটার আসছে বলে জাগো নিউজকে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

তিনি বলেন, চীন সরকারের উপহার হিসেবে স্বাধীনতা দিবসের দুপুরে এসব চিকিৎসা সামগ্রী ঢাকায় পৌঁছবে।

তিনি বলেন, এরপর একটি ফ্লাইটে আসবে ১৫ হাজার সার্জিকাল রেস্পিরেটর যাকে এন-৯৫ মাস্ক বলে। এটাও চীনের উপহার।

এর আগে ফেব্রুয়ারিতে করোনাভাইরাস (কোভিড ১৯) শনাক্ত করতে বাংলাদেশকে অত্যাধুনিক প্রযুক্তির ৫০০টি কিট দেয় চীন।

এছাড়া আগামীকাল চীন থেকে আরেকটি বিমানে বাংলাদেশের ব্যবসায়ীদের একটি কনসাইনমেন্ট আসছে। ব্যবসায়ীরা চীন থেকে এসব কিনে আনছেন। মেডিকেল প্রটেক্টিভ ক্লথিং, মাস্ক যথেষ্ট পরিমাণে আনছেন তারা।

আমরা এনবিআরকে অনুরোধ করেছি যাতে তাদের এসব পণ্য আনার ক্ষেত্রে ব্যবসায়ীদের কাস্টমস মওকুফ করা হয়। এর প্রেক্ষিতে এসব পণ্য আনতে কাস্টমস মওকুফ করা ছাড়াও যেন কোনো ঝামেলা পোহাতে না হয় সে আদেশ দিয়েছে এনবিআর।

জেপি/বিএ/এমএফ/পিআর/জেআইএম