ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

সংক্রামক ব্যাধির তালিকায় করোনাভাইরাস

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৯:৪৬ পিএম, ২৩ মার্চ ২০২০

উচ্চ আদালতের নির্দেশনার ভিত্তিতে প্রাণঘাতী নভেল করোনাভাইরাসকে সংক্রামক ব্যাধির তালিকায় অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ করেছে সরকার।

গত ১৯ মার্চ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়। ২৩ মার্চ আদেশটি গেজেট আকারে প্রকাশিত হয়।

‘সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন-২০১৮’ এর ধারা ৪(ভ)-এ উল্লেখিত ক্ষমতাবলে সরকার নভেল করোনাভাইরাসকে (কোভিড-১৯) সংক্রামক ব্যাধির তালিকাভুক্ত করেছে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

গেজেটে গত ৮ মার্চ থেকে বাংলাদেশে নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবের তারিখ ধরা হয়েছে।

গত ১৮ মার্চ করোনাভাইরাসকে (কোভিড-১৯) ‘সংক্রামক রোগ’ হিসেবে ঘোষণা করে গেজেট প্রকাশ করতে মৌখিকভাবে নির্দেশ দেন হাইকোর্ট।

উল্লেখ্য, গত ডিসেম্বরের শেষ দিকে চীনের উহানে প্রথম শনাক্ত হওয়া করোনাভাইরাস এখন বৈশ্বিক মহামারিতে রূপ নিয়েছে। এতে সারা বিশ্বে এখন পর্যন্ত প্রায় সাড়ে তিন লাখ মানুষ আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১৫ হাজারেরও বেশি মানুষ। এছাড়া চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন প্রায় লক্ষাধিক আক্রান্ত ব্যক্তি।

বাংলাদেশে এ ভাইরাস প্রথম শনাক্ত হয়েছে গত ৮ মার্চ। এরপর দিন দিন এ ভাইরাসে সংক্রমণের সংখ্যা বেড়েছে। সর্বশেষ হিসাবে দেশে ৩৩ জন আক্রান্ত হয়েছেন, মারা গেছেন তিনজন। সেলফ ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন প্রায় ১৮ হাজার মানুষ। তাদের অধিকাংশই বিদেশফেরত।

আরএমএম/এফআর/এমএস