ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

করোনাভীতিতে মাস্ক পরেও স্বস্তিতে নেই সঞ্জু মিয়া

মনিরুজ্জামান উজ্জ্বল | প্রকাশিত: ১০:৩১ এএম, ২৩ মার্চ ২০২০

রোববার মধ্য দুপুর। রাজধানীর নিউমার্কেটের অদূরে আজিমপুর পুরাতন কবরস্থানের বিপরীত দিকের রাস্তায় মুখে মাস্ক পরে বসে আছেন মধ্যবয়সী এক ব্যক্তি। পায়ে প্লাস্টিকের জুতা, পরনে চেক লুঙ্গি, পাঞ্জাবি ও মাথায় টুপি। কিছুক্ষণ পর পর বিড়বিড় করে কিছু বলে হাত পাতছেন।

দুদিন সরকারি ছুটির পর সপ্তাহের প্রথম দিনে অন্যান্য সময় রাস্তাঘাটে অসংখ্য মানুষের উপস্থিতিতে মুখরিত হলেও গত কয়েকদিন যাবত করোনা আতঙ্কে রাস্তাঘাটে লোকজন অনেক কম। ফলে ওই ব্যক্তি হাত পাতলেও কেউ সাহায্য করছেন না। দু-একজন দ্রুত গতিতে পা ফেলে চলে যাচ্ছেন।

একটু এগিয়ে লক্ষ্য করতেই দেখা যায় মাস্ক পরিহিত এ ব্যক্তি একজন অন্ধ ভিক্ষুক। জীবিকার তাগিদে বাইরে বের হলেও করোনায় সংক্রমিত হওয়ার ভয়ে মুখে মাস্ক লাগিয়েছেন। তবুও স্বস্তিতে নেই। সারাদিন ফুটপাতে ভিক্ষা করেন, কে পাশ দিয়ে হেঁটে যায় তা দেখতে পান না। তাই সংক্রমিত হওয়ার আশঙ্কায় একদিকে যেমন শঙ্কিত তেমনি আগের তুলনায় আয়-রোজগার কমে যাওয়ায় সামনের দিনগুলো কীভাবে জীবিকা নির্বাহ করবেন তা নিয়েও চিন্তিত তিনি।

রাজধানীর কামরাঙ্গীরচরের বাসিন্দা এই অন্ধ ভিক্ষুকের নাম সঞ্জু মিয়া। এ প্রতিবেদক তার কাছে মাস্ক লাগানোর কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘কিতা ভাইরাস বলে আইছে। এই কারণে মাস্ক পরছি, এটা পরলে ভাইরাস আর ধুলোবালি নাকি ঢুকে না।’

সঞ্জু মিয়া জানান, স্ত্রী মারা গেছে। দুই মেয়েকে নিয়ে কামরাঙ্গীরচরে বাসাভাড়া করে থাকেন। নিউমার্কেট এলাকায় ভিক্ষা করে সংসার চালান। ভাইরাসের কারণে গত কয়েকদিন ধরে আয়-রোজগার কমে গেছে। সামনের দিনগুলোতে কী হবে তা ভেবে চিন্তিত সঞ্জু মিয়া।

এমইউ/বিএ/পিআর