ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

অভ্যন্তরীণ রুটে বিমানের ৮ দিনের প্রায় সব ফ্লাইট বাতিল

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১২:১০ এএম, ২৩ মার্চ ২০২০

করোনাভাইরাসের প্রভাবে যাত্রী সংকটের কারণে আবারও অভ্যন্তরীণ রুটের বেশ কয়েকটি ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

রোববার (২২ মার্চ) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোকাব্বির হোসেন জানান, আগামী ২৫ থেকে ৩১ মার্চ পর্যন্ত ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটের ফ্লাইট বাতিল করা হয়েছে। একই সঙ্গে ঢাকা-সিলেট-ঢাকা রুটে একই সময় পর্যন্ত বিজি ৬০১ ও বিজি ৬০২ ফ্লাইট বাতিল করা হয়েছে। এর বাইরেও ঢাকা-চট্টগ্রাম-ঢাকা রুটে একই সময় পর্যন্ত সব ফ্লাইট বাতিল করা হয়েছে।

এমডি আরও জানান, আগামী ২৬ থেকে ৩১ মার্চ পর্যন্ত ঢাকা-যশোর-ঢাকা, ঢাকা-রাজশাহী-ঢাকা এবং ঢাকা-সৈয়দপুর-ঢাকা রুটের ফ্লাইট বাতিল করা হয়েছে। এ ছাড়া আগামী ২৭ থেকে ৩১ মার্চ পর্যন্ত ঢাকা-বরিশাল-ঢাকা রুটের ফ্লাইট বাতিল হয়েছে।

 এর আগে এসব রুটের ১৯- ২২ মার্চের কয়েকটি ফ্লাইট বাতিল করেছিল বিমান।

এআর/জেডএ