প্রতিবন্ধীদের বাদ দিয়ে এগিয়ে যাওয়া সম্ভব নয় : তোফায়েল
প্রতিবন্ধীদের বাদ দিয়ে মধ্য আয়ের দেশে পরিণত হওয়া বা রূপরেখার বাস্তবায়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সেমিনারে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, আমাদের পরিবার ও সমাজেরই একটি অংশ হলো প্রতিবন্ধী। সুতরাং তাদের বাদ দিয়ে মধ্য আয়ের দেশে পরিণত হওয়া বা রূপরেখার বাস্তবায়ন সম্ভব নয়। এজন্য বর্তমান সরকার প্রতিবন্ধী সুরক্ষা আইন পাস করেছে।
তোফায়েল আহমেদ বলেন, বাংলাদেশ সব দিক দিয়ে এগিয়ে যাচ্ছে। এক্ষেত্রে প্রতিবন্ধী বা পশ্চাৎপদ শ্রেণিকে বাদ দিয়ে এগিয়ে যাওয়া সম্ভব নয়। তাই আমাদের সরকার প্রতিবন্ধী সুরক্ষা আইন পাস করেছে। এ আইনের ফলে প্রতিবন্ধীরা বিসিএসসহ সব ধরনের চাকরির ক্ষেত্রে কোটা সুবিধা পাবে।
তিনি বলেন, প্রতিবন্ধীদের অবশ্যই গুরুত্ব দিতে হবে। বিশেষ করে প্রতিবন্ধীদের সার্ভিস সেক্টরে বেশি সুযোগ দেওয়া উচিত।
এ সরকার প্রতিবন্ধীদের সর্বাধিক গুরুত্ব দিয়েছে এবং দিচ্ছে বলেও সেমিনারে দাবি করেন তিনি।
সর্বশেষ - জাতীয়
- ১ সেই ফুটফুটে শিশুটিকে উদ্ধার করলো র্যাব, অপহরণকারী গ্রেফতার
- ২ দিল্লি-লাহোরের বায়ু আজও বিপজ্জনক, ঢাকার খুবই অস্বাস্থ্যকর
- ৩ আসল-নকল চেনা দায়, প্রসাধনীর বাজারে নজর নেই বিএসটিআইয়ের
- ৪ সূত্রাপুরে সাংবাদিকের বাসার গ্রিলকেটে ২০ ভরি সোনা ও টাকা চুরি
- ৫ সরকারি নির্মাণে বন্ধ হচ্ছে পোড়ানো ইটের ব্যবহার: রিজওয়ানা হাসান