ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সঙ্গে অধীনস্থ দফতরের চুক্তি স্বাক্ষর

প্রকাশিত: ০২:২৭ পিএম, ১১ অক্টোবর ২০১৫

পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অধীনস্থ দফতর ও সংস্থার সঙ্গে মন্ত্রণালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সম্পাদিত হয়েছে। রোববার পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সভাকক্ষে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সাম্প্রতিক বছরসমূহের অর্জন, সমস্যা এবং চ্যালেঞ্জসমূহ পর্যালোচনা করে আগামী ২০১৫-১৬ অর্থ বছরের জন্য একটি ভবিষ্যত পরিকল্পনা গ্রহণ করা হয়।

এছাড়া মন্ত্রণালয় ও এর আওতাধীন দফতর/সংস্থার জনবলসহ প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি করা, শতভাগ শিল্প-কারখানাকে পরিবেশ আইন প্রতিপালনের আওতায় আনা, সকল জেলায় পরিবেশ অধিদফতরের অফিস স্থাপন করা, ২০২১ সালের মধ্যে দেশে বনের কভারেজ ২০ শতাংশে উন্নীত করা, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলার সামর্থ বৃদ্ধি, বিএফআইডিসিকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরিত করাসহ অনেক লক্ষ্যমাত্রা নির্ধারণ করে মন্ত্রণালয়ের সচিব এবং অধীনস্থ সংস্থা প্রধানদের সঙ্গে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

একে/আরআইপি