ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

দেশে ফেরা যাবে না, মানতে হবে সেই দেশের কোয়ারেন্টাইন নীতিমালা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০২:১০ পিএম, ২১ মার্চ ২০২০

বিশ্বব্যাপী করোনাভাইরাস ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে বিদেশে থাকা সরকারি কর্মকর্তাদের অবস্থানরত দেশের কোয়ারেন্টাইন নীতিমালা মেনে চলার নির্দেশনা দেয়া হয়েছে।

'প্রশিক্ষণ/উচ্চশিক্ষার্থে বিদেশে অবস্থানরত কর্মকর্তাদের প্রসঙ্গে বিজ্ঞপ্তি'তে এ নির্দেশনা দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

একই সঙ্গে আপাতত বিদেশে অবস্থানরত সরকারি কর্মকর্তাদের দেশে না ফেরার জন্যও নির্দেশনা দেয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং আওতাধীন দফতর বা সংস্থার যে সকল কর্মকর্তা বিদেশে বিভিন্ন মেয়াদে প্রশিক্ষণ অথবা উচ্চশিক্ষার জন্য প্রেষণ/অধ্যায়ন ছুটিতে আছেন, তাদের অবস্থানরত দেশের করোনাভাইরাস সংক্রান্ত কোয়ারেন্টাইন নীতিমালা অনুসরণ করে চলাফেরা এবং দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করতে হবে।

এছাড়া বিদ্যমান পরিস্থিতিতে বৈদেশিক প্রশিক্ষণ বা উচ্চশিক্ষা সংক্রান্ত কোনো বিষয়ে দিকনির্দেশনা বা মতামত প্রয়োজন হলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের তিনজন কর্মকর্তার সঙ্গে যোগাযোগের জন্য অনুরোধ জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

তারা হলেন- জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (বিদেশ প্রশিক্ষণ শাখা) মু. ইকরামুল ইসলাম, সিনিয়র সহকারী সচিব (বিদেশ প্রশিক্ষণ- ২ শাখা) মুহাম্মদ আব্দুল হাই মিলটন ও উপসচিব (পরিকল্পনা- ২ শাখা) এস এম আব্দুল্লাহ আল মামুন।

এছাড়া সংশ্লিষ্ট বাংলাদেশ দূতাবাসের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুন জাগো নিউজকে বলেন, অনেক সরকারি কর্মকর্তা বিদেশে পিএইচডি ও মাস্টার্স করছেন। অনেকে বিভিন্ন মেয়াদে প্রশিক্ষণেও বিদেশে আছেন।

তিনি বলেন, যাদের শিক্ষা ছুটি ও প্রশিক্ষণের মেয়াদ শেষ হয়েছে, আমরা তাদের বলেছি, আপাতত দেশে ফেরা যাবে না। আপনারা যেখানে আছেন সেখানে অবস্থান করেন, অবস্থান করার এ সময়টুকু আমরা বর্ধিত করে দেব, প্রয়োজনে ছুটি বাড়ানো হবে। সেজন্য আমরা তাদের যোগাযোগের জন্য বলেছি।

জনপ্রশাসন সচিব বলেন, এমনকি আমাদের দুটি প্রশিক্ষণ প্রতিষ্ঠান রয়েছে। সেখানে এক হাজারের মতো কর্মকর্তা এখন প্রশিক্ষণে রয়েছেন। আমরা তাদের বলেছি, শুক্র-শনিবারও তাদের ওখানে (প্রশিক্ষণ কেন্দ্রে) অবস্থান করতে হবে। তারা তাদের পরিবারের কাছে যেতে পারবেন না, এমনকি কোনো পাবলিক ট্রান্সপোর্টেও উঠতে পারবেন না।

আরএমএম/এমএআর/এমএস