ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ঢাকা-১০ : ভোটার শূন্য ভোট কেন্দ্র

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ১২:২৪ পিএম, ২১ মার্চ ২০২০

ঢাকা-১০ আসনের উপনির্বাচনে ভোটার শূন্য প্রায় সব ভোটকেন্দ্র। সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত এ আসনের অন্তত ২৫টি কেন্দ্র ঘুরে এই চিত্র দেখা গেছে। সকাল ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত আড়াই ঘণ্টায় এসব কেন্দ্রে ভোট পড়েছে তিন শতাংশেরও কম। তবে সকালে ভোটার উপস্থিতি কম হলেও দুপুর নাগাদ বাড়তে পারে বলে আশা করছেন বিভিন্ন কেন্দ্রে দায়িত্বরত কর্মকর্তারা।

সকাল সাড়ে ৯টায় নিউ মার্কেট বলাকা সিনেমা হল কেন্দ্রে গিয়ে দেখা গেছে প্রায় সবগুলো বুথই ফাঁকা, কোনো ভোটার নেই। ছয়টি বুথে ভোট শুরুর প্রথম আধঘণ্টায় কোনো ভোটই পড়েনি। তবে কেন্দ্রের সামনে নৌকার সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

এছাড়া কাঠালবাগান খান হাসান স্কুল, নিউমার্কেট বলাকা সিনেমা হল, রায়ের বাজার হাই স্কুল, রাজমশুর স্কুল, প্রগতি স্কুল কেন্দ্রে ভোটারদের তেমন উপস্থিতি চোখে পড়েনি।

VOT-2.jpg

মনেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রেও ভোটার উপস্থিতি ছিল একেবারে কম। বেলা সাড়ে ১১টা পর্যন্ত ২ হাজার ৫৯৮ ভোটের মধ্যে ৬টি বুথে ভোট পড়েছে ৬৯টি। এ কেন্দ্রে বিএনপির কোনো এজেন্ট দেখা যায়নি।

এদিকে ঢাকা কলেজ কেন্দ্রে ছাত্রদল নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ঘটনা ঘটে। পরে কেন্দ্র ছেড়ে কাঠালবাগান এলাকায় চলে যায় ছাত্রদলের নেতাকর্মীরা। এছাড়া ধানমন্ডির ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি কেন্দ্রের বিএনপির এজেন্টদের মোবাইল ছিনিয়ে নিয়ে বের করে দেয়ার অভিযোগ উঠেছে। এছাড়া করোনাভাইরাস প্রতিরোধে ভোটকেন্দ্রগুলোতে হাত ধোয়ার ব্যবস্থা দেখা গেছে। বিভিন্ন স্থানে হ্যান্ড স্যানিটাইজার রাখা থাকলেও ভোটার খরায় তার অনেকগুলোই অব্যবহৃত অবস্থায় দেখা গেছে।

কেএইচ/এমএফ/এমএস