ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

করোনার কারণে মিশরে বিদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞা

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০১:০৩ পিএম, ২০ মার্চ ২০২০

করোনাভাইরাসের বিস্তাররোধে মিশরে বিদেশিদের অপ্রয়োজনীয় ভ্রমণ সাময়িকভাবে স্থগিত করেছে সেখানকার সরকার।

বৃহস্পতিবার (১৯ মার্চ) থেকে এ আদেশ কার্যকর হয়েছে। এটি বলবৎ থাকবে ৩১ মার্চ পর্যন্ত।

এ বিষয়ে শুক্রবার (২০ মার্চ) ঢাকায় মিশর দূতাবাসের এক বার্তায় বলা হয়, এই সিদ্ধান্ত সাময়িকভাবে কার্যকর থাকবে। কোনো পরিস্থিতি তৈরি না হলে এটি দীর্ঘমেয়াদে কার্যকর থাকবে না।

গত ডিসেম্বরের শেষ দিকে চীনের উহানে প্রথম শনাক্ত হওয়া করোনাভাইরাস এখন বৈশ্বিক মহামারি। এতে সারাবিশ্বে এখন পর্যন্ত ২ লাখ ৪৫ হাজার ৬১৩ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১০ হাজার ৪৮ জন। এছাড়া চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৮ হাজার ৪৩৭ জন।

করোনার বিস্তার ঠেকাতে বিশ্বের অনেক দেশই বিদেশিদের প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে। ইতালিসহ অনেক দেশ থেকে বাংলাদেশে ভ্রমণেও সাময়িক স্থগিতাদেশ জারি রয়েছে।

এইচএ/এমএস