করোনা প্রতিরোধে চট্টগ্রাম রেল স্টেশনে যাত্রীদের বিনামূল্যে স্প্রে
করোনাভাইরাসের সংক্রমণ রোধে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে আগত যাত্রীদেরকে জীবাণুনাশক স্প্রে করার জন্য সপ্তাহব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে আহমদিয়া মুসলিম জামাতের যুব সংগঠন মজলিস খোদ্দামুল আহমদিয়ার চট্টগ্রাম শাখা।
গত মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যার পর থেকে এই কার্যক্রম শুরু হয়। প্রতিদিন রাত ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত এ কার্যক্রম চলমান আছে, যা আগামী ২৪ মার্চ পর্যন্ত চলবে।
মজলিস খোদ্দামুল আহমদিয়ার স্বেচ্ছাসেবক দল এই সময়ে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে আগত এবং স্টেশন থেকে ছেড়ে যাওয়া ট্রেনের যাত্রী ও আগত সকল ব্যক্তিদের হাতে জীবাণুনাশক স্প্রে করছেন। গত দু’দিনে প্রায় চার হাজার ৫০০ বেশি মানুষের হাতে স্প্রে করা হয়। এ কার্যক্রম সামনের দিনগুলোতেও চলমান থাকবে।
এই উদ্যোগের ফলে হাত পরিষ্কারের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতেও কাজ করছে। স্টেশনে আসা যাত্রী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই কার্যক্রমকে ব্যাপকভাবে সাধুবাদ জানাচ্ছেন এবং স্ব প্রণোদিত হয়ে স্প্রে করার জন্য দুই হাত এগিয়ে দিচ্ছেন।
এফআর/পিআর
সর্বশেষ - জাতীয়
- ১ আজম-পলক পরিবারের ১৩৬ ব্যাংক হিসাব, হাজার কোটির অস্বাভাবিক লেনদেন
- ২ প্রশাসন ছাড়া অন্য ক্যাডারে বঞ্চিত কর্মকর্তাদের আবেদনের পরামর্শ
- ৩ অন্তর্বর্তী সরকারের ওপর আস্থা কমেছে ৮ শতাংশ মানুষের
- ৪ দেড় শতাধিক যাত্রী নিয়ে মাঝ সমুদ্রে বিকল সার্ভিস বোট, পরে উদ্ধার
- ৫ শিক্ষার্থীরা রাজনৈতিক দল করলে ভোট দেবেন ৪০ শতাংশ মানুষ