ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

বৃষ্টি হতে পারে শনিবার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১১:১৮ এএম, ১৯ মার্চ ২০২০

গত কয়েক দিনের তুলনায় আজ বৃহস্পতিবার দেশে তাপমাত্রা কিছুটা কম। আবহাওয়া অধিদফতর বলছে, শনিবার বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ৯টা পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অফিদফতর।

আজকের পূর্বাভাসে বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

দেশে বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় আজকে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩২ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

পিডি/এমএফ/এমকেএইচ