ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

কোয়ারেন্টাইন মানছেন না বাবা, ইউএনওকে অভিযোগ ছেলের

নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম | প্রকাশিত: ১০:৪৬ পিএম, ১৮ মার্চ ২০২০

চট্টগ্রামের সীতাকুণ্ডে যুক্তরাষ্ট্রফেরত এক ব্যক্তি হোম কোয়ারেন্টাইন না মেনে বাইরে বের হওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে নালিশ করেছেন তার ছেলে। বুধবার (১৮ মার্চ) উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে।

বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন রায়।

তিনি বলেন, ‘কয়েকদিন আগে উপজেলার এক বাসিন্দা যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন। কিন্তু তিনি সরকারি নির্দেশনা উপেক্ষা করে মসজিদে-বাজারে যাওয়া-আসা করছিলেন। এ বিষয়ে তার ছেলে বেশ কয়েকবার বাধা দিলেও তিনি তা না শুনে উল্টো ছেলেকেই গালমন্দ করছিলেন।’

‘আজ সকালে ওই যুবক আমাকে এসে বলেন, ‌তার বাবা বিদেশ থেকে ফিরলেও কোয়ারেন্টাইনে থাকছেন না। সে আশঙ্কা করছে এ কারণে দেশের নিরীহ মানুষ করোনায় আক্রান্ত হবেন।’

‘পরে আমরা প্রবাসফেরত ওই ব্যক্তির সঙ্গে কথা বলে বোঝানোর এক পর্যায়ে তিনি আজ থেকে হোম কোয়ারেন্টাইনে থাকতে রাজি হয়েছেন। দেশের এই সংকটময় মুহূর্তে আমাদের সবাইকে এভাবে এগিয়ে আসতে হবে’, বলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন রায়।

এদিকে চট্টগ্রামের জেলা প্রশাসক ইলিয়াস হোসেন জানান, চট্টগ্রামের আনোয়ারা, হাটহাজারী, রাউজান, পটিয়া, লোহাগাড়া ও নগরের ৬ প্রবাসীকে কোয়ারেন্টাইন না মানায় জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডবিধি ২৬৯ ভঙ্গের দায়ে তাদের ৫ জনকে ১০ হাজার টাকা করে এবং ১ জনকে ৫ হাজার টাকা জরিমানা করে বাড়িতে থাকতে নির্দেশনা দেয়া হয়েছে।

আবু আজাদ/বিএ