ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

মুজিববর্ষে নতুন বর্ষপঞ্জিকা

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৮:৪৭ এএম, ১৮ মার্চ ২০২০

বাংলা, ইংরেজি ও হিজরি’র মতো ‘মুজিববর্ষ ‘ নামে নতুন পঞ্জিকা বা ক্যালেন্ডার চালু হয়েছে ১৭ মার্চ থেকে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষের দিন থেকে এই ক্যালেন্ডারের যাত্রা।

mujib

mujib

mujib

mujib

গত সোমবার বিকেলে সচিবালয়ে শ্রম মন্ত্রণালয়ের উদ্যোগে নতুন এই ক্যালেন্ডার উদ্বোধন করেন শ্রম সচিব কে এম আলী আজম।

mujib

mujib

mujib

mujib

‘মুজিববর্ষ’ ক্যালেন্ডার বা পঞ্জিকা অনুযায়ী বছরের প্রথমদিন হচ্ছে ১৭ মার্চ। আর ১৭ মার্চ থেকে এপ্রিলের ১৬ তারিখ পর্যন্ত প্রথম মাসের নাম হবে ‘স্বাধীনতা’। এভাবে ক্রমানুযায়ী দ্বিতীয় মাসের নাম শপথ, তৃতীয় মাসের নাম বেতারযুদ্ধ, চতুর্থ মাসের নাম যুদ্ধ, পঞ্চম মাসের নাম শোক, ষষ্ঠ মাসের নাম কৌশলযুদ্ধ, সপ্তম মাসের আকাশ যুদ্ধ, অষ্টম মাসের নাম জেলহত্যা, নবম মাসের নাম বিজয়, দশম মাসের নাম ফিরে আসা, ১১ তম মাসের নাম নবযাত্রা ও ১২তম মাসের নাম রাখা হয়েছে ভাষা।

mujib

mujib

mujib

mujib

এই ক্যালেন্ডারের বিশেষ বৈশিষ্ট হলো ‘মুজিব বর্ষ’র তারিখের পাশাপাশি বাংলা, ইংরেজি ও হিজরির তারিখও এতে থাকছে। থাকছে বিশেষ মাস ও তারিখের ঐতিহাসিক তথ্য।

জেএইচ/জেআইএম