ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

হাতিরঝিলের আকাশে উড়ল ১০০ ফানুস, আতশবাজি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৮:৪৫ পিএম, ১৭ মার্চ ২০২০

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে হাতিরঝিলের আকাশে ওড়ানো হয়েছে ১০০টি ফানুস। এর পরই হাতিরঝিলের এম্ফিথিয়েটারে শুরু হয় লেজার শো। লেজার শো শেষ হওয়ার সঙ্গে সঙ্গে হাতিরঝিলের আকাশ আলোকিত হতে থাকে আতশবাজির ঝলকানিতে। এ সময় আতশবাজির উজ্জ্বল আলোয় পুরো হাতিরঝিল এলাকা আলোকিত হয়ে ওঠে।

চমৎকার দৃষ্টিনন্দন এ আতশবাজি উপভোগ করেন হাতিরঝিলের পুরোটাজুড়ে থাকা শত শত দর্শনার্থী। ঝিলের পানিতে এর প্রতিচ্ছবি পড়ে তৈরি হয় এক চমৎকার পরিবেশ। হাতিরঝিলের আকাশজুড়ে আতশবাজির ঝলকানি স্মৃতিতে তুলে রাখার মতো করে উপভোগ করেছেন এখানে আগতরা।

jheel-3.jpg

মঙ্গলবার (১৭ মার্চ) ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে হাতিরঝিলের এম্ফিথিয়েটারে আয়োজন করা হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন অনুষ্ঠান।

ফানুস ওড়ানো, লেজার শো, আতশবাজির পর হাতিরঝিলের এম্ফিথিয়েটারে অনুষ্ঠিত হবে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান।

এএস/এফআর/এমএস