ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

করোনার প্রভাব : ক্রেতা সমাগম কমেছে রাজধানীর নিউমার্কেটে

ক্যাম্পাস প্রতিবেদক | ঢাকা কলেজ | প্রকাশিত: ০৭:৪৬ পিএম, ১৬ মার্চ ২০২০

করোনাভাইরাসের আতঙ্কে ঢাকা নিউমার্কেটে ক্রেতাদের সমাগম কমেছে। এতে অনেকটাই ফাঁকা হয়ে গেছে রাজধানীর জনবহুল এ মার্কেট। ব্যবসায়ীরা বলছেন, ‘কয়েক দিন ধরে ক্রেতা কম আসছে, তাই বেচা-বিক্রিও কম।’

সোমবার (১৬ মার্চ) সন্ধ্যায় সরেজমিন ঢাকা নিউমার্কেট এলাকা ঘুরে দেখা যায়, বেশিরভাগ দোকানি অলস সময় পার করছেন। কিছু দোকানে ক্রেতাদের উপস্থিতি দেখা গেলেও আগের মতো উপচেপড়া ভিড় চোখে পড়েনি।

ছোটদের খেলনা আর প্লাস্টিক সামগ্রীর দোকানের কর্মচারী জুয়েল মিয়া বলেন, ‘গত কয়েক দিন বেচা-বিক্রি খুবই কম। কাস্টমার নেই। মাঝে মধ্যে দু-একজন আসে আবার চলে যায়। সারাদিনই বসে থাকি। কী আর করব, বসে বসে ফেসবুক চালাই।’

jagonews24

ছোটদের বিভিন্ন ধরনের পোশাক ব্যবসায়ী আহাদ আলী। আগের তুলনায় বিক্রি কম উল্লেখ করে তিনি বলেন, ‘করোনাভাইরাসের কারণে কয়েক দিন ধরে বেচা-বিক্রি নেই। লোকজন কম আসে। ব্যবসা নেই বললেই চলে। সারাদিনই প্রায় মার্কেট খালি ছিল। সন্ধ্যার আগে কয়েকজন কাস্টমার দেখা যাচ্ছে। গত সপ্তাহ ধরে ব্যবসার খুব খারাপ অবস্থা।’

এমন অবস্থা অন্য দোকানগুলোতেও। জুয়েলারির ব্যবসায়ও বেশ ভাটা পড়েছে। মার্কেটের শিল্পী জুয়েলার্সের দোকানি দীপক সাহা বলেন, ‘গত এক সপ্তাহের বেশি সময় ধরে বিক্রি অনেক কম। দোকানে খুব কম পরিমাণ ক্রেতা আসে।’

jagonews24

রাজধানীর আজিমপুরের বাসিন্দা শাহানা আক্তার। মুখে মাস্ক পরে কেনাকাটা করতে এসেছেন নিউমার্কেটে। তিনি বলেন, ‘সরকার সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে। দুই ছেলের স্কুল বন্ধ। তাই ভাবছি গ্রামের বাড়ি চলে যাব। এ জন্য কিছু কেনাকাটা করতে এসেছি।’

করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে দুই ছেলেকে বাসায় রেখে এসেছেন বলেও জানান তিনি।

এফআর/এমকেএইচ