করোনা : বিদেশিদের ভিসার মেয়াদ বাড়ছে
করোনাভাইরাসের কারণে বাংলাদেশে অবস্থানরত বিদেশিদের ভিসার মেয়াদ তিন মাস বাড়ানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।
সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক কূটনৈতিক ব্রিফিং তিনি একথা বলেন। এ সময় করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপ বিদেশি কূটনীতিকদের কাছে তুলে ধরেন মন্ত্রী।
বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে যেসব বাংলাদেশি রয়েছেন করোনাভাইরাসের প্রাদুর্ভাবের এ সময় তাদের সব ধরনের সহায়তা করার জন্য বিদেশে কূটনীতিকদের অনুরোধ জানান মোমেন।
তিনি বলেন, স্থানীয়ভাবে বাংলাদেশে করোনাভাইরাসে সংক্রমণ হয়নি। বিদেশ থেকে আসা ব্যক্তিদের মাধ্যমেই এটা ছড়িয়েছে। দেশে এখন পর্যন্ত আটজনের শরীরে এই ভাইরাসের উপস্থিতি মিলেছে। তাদের মধ্যে তিনজন সুস্থ হয়ে বাসায় ফিরেছেন।
ড. এ কে আবদুল মোমেন জানান, করোনা প্রতিরোধে বাংলাদেশ সব ধরনের প্রস্তুতি নিচ্ছে।
জেপি/জেএইচ/এমকেএইচ
সর্বশেষ - জাতীয়
- ১ প্রশাসন ছাড়া অন্য ক্যাডারে বঞ্চিত কর্মকর্তাদের আবেদনের পরামর্শ
- ২ অন্তর্বর্তী সরকারের ওপর আস্থা কমেছে ৮ শতাংশ মানুষের
- ৩ দেড় শতাধিক যাত্রী নিয়ে মাঝ সমুদ্রে বিকল সার্ভিস বোট, পরে উদ্ধার
- ৪ শিক্ষার্থীরা রাজনৈতিক দল করলে ভোট দেবেন ৪০ শতাংশ মানুষ
- ৫ আমরা আর কোনো রাজনৈতিক দলের হাতিয়ার হতে চাই না: ডিবিপ্রধান