ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

বিদেশ থেকে ফিরলেই ১৪ দিনের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৩:৫১ পিএম, ১৬ মার্চ ২০২০

বিদেশে থেকে দেশে ফিরলে বাধ্যতামূলকভাবে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে বলে অনুশাসন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার প্র্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠকে এই অনুশাসন দেয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি বলেন, ‘সরকারি প্রোগ্রাম, ট্রেনিং বা সাধারণ লোকজন যেই (বিদেশ থেকে) আসুক তাকে অবশ্যই ১৪ দিনের কম্পোলসারি (বাধ্যতামূলক) কোয়ারেন্টাইনে থাকতে হবে, এ বিষয়ে কোনো এক্সজামশন (অব্যাহতি) নেই, এটা পরিষ্কার।’

jagonews24

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘এটা ডিসি, সিভিল সার্জন, এসপি, ইউএনও, মেয়র, চেয়ারম্যান, মেম্বার, মসজিদের ইমামদের বলে দেয়া হয়েছে, তারা তাদের নিজ নিজ ক্ষেত্রে এগুলো প্রচার করবেন এবং এনসিউর করবেন।’

মানিকগঞ্জে একজন সৌদি ফেরত ব্যক্তিকে রোববার ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘যদি কেউ কোথাও এর কোনো ভায়োলেশন (নিয়ম লঙ্ঘন) করে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।’

‘রংপুরের বিভাগীয় কমিশনার সোমবার দেশে ফিরেছেন, তাকে বলে দিয়েছি অবশ্যই ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকবেন। এরমধ্যে কোনো অপশন নেই।’

খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘যে কোন অফিসার বা প্রাইভেট লোক হোক, যারাই বিদেশ থেকে আসবে, যে দেশ থেকে আসবে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। যদি তার কারণে, যেই হোক সে, কোনো কিছু ঘটে তাকে আইনানুগভাবে তাকে ফেইস করতে হবে।’

আরএমএম/জেএইচ/এমকেএইচ